তিরুবানন্তপুরম: ছ’মাস পর শুক্রবার থেরকে ফের খুলছে কেরালার সাবরিমালা মন্দির। ভগবান আইয়াপ্পার এই মন্দিরটি প্রায় ছয় মাস করোনার কারণে বন্ধ ছিল। এবার সমস্ত স্বাস্থ্যবিধি মেনে মন্দির খোলার সিদ্ভান্ত নিয়েছে রাজ্য সরকার ও মন্দির কর্তৃপক্ষ।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন সাংবাদিকদের বলেন যে ভার্চুয়াল কিউ সিস্টেম ব্যবহার করে ভক্তদের ‘দর্শন’ বুক করতে হবে। তিনি আরও বলেন যারা পাহাড়ের মন্দিরে যেতে চান তাদের অতি অবশ্যই করোনা নেগেটিভ হতে হবে। প্রমাণস্বরূপ তাদের সেই স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র বহন করতে হবে। তীর্থযাত্রীদের সাবরিমালার ভগবান আইয়্প্পার মন্দিরে আসার জন্য যে করোনা পরীক্ষা করা হবে তা যেন ৪৮ ঘণ্টার বেশি পুরনো না হয় বলে জানিয়েছে কেরল সরকার। শুক্রবার বিকেল ৫টায় মন্দির খোলা হবে। তবে শনিবার ভোর পাঁচটার পরেই ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে খবর। এই মন্দিরটি পরিচালনা করে ট্রাভানকোর দেবস্বম বোর্ড (টিডিবি)। এদিন তারাও এই খবর জানিয়েছে।
১৭ অক্টোবর, যেদিন পাহাড়ের মন্দিরটি পাঁচ দিনের মাসিক পূজোর জন্য উন্মুক্ত হবে, সেদিন মালায়ালাম মাসের প্রথম দিন ‘থুলাম’ও। টিডিবি এবং কেরল সরকার প্রকাশিত তথ্য অনুসারে, কেবলমাত্র ২৫০ জন ভক্তকে প্রতিদিন সাবরিমালার পাহাড়ের মন্দিরে প্রার্থনার জন্য যেতে দেওয়া হবে। তাদের মাস্ক, স্যানিটাইজার এবং গ্লোভস অবশ্যই সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার জন্য মন্দির চত্বরে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন রাখা হবে বলেও জানা গিয়েছে। করোনা যাতে কোনওভাবেই সংক্রমিত না হয়, তার জন্য চেষ্টার কসুর করছে না কেরস সরকার। পাশাপাশি প্রয়োজনে জরুরি পরিষেবা যাতে দেওয়া যায় তাই নীলাকল, পাম্বা ও সাননিধনামের হাসপাতালেও মেডিকেল স্টাফ মোতায়েন করা হয়েছে।
সরকার আনলক ৪ ঘোষণার পর ঐতিহ্যবাহী স্থানগুলি পুনরায় খোলার পদক্ষেপটি আরও শিথিল করা শুরু করে। যদিও দেশে করোনা ভাইরাস মামলার সংখ্যা বাড়ছে। কিন্তু মানুষ নতুন নর্মালের দিকে এগিয়ে চলেছে। আনলক ৫-এ খুলল সবরিমালা মন্দির। সেপ্টেম্বরের শেষের দিকে খুলেছে তাজমহল। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের (আগ্রা সার্কেল) তত্ত্বাবধায়ক প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার স্বর্ণকর এক বিবৃতিতে বলেছেন, সমাধি ও দুর্গ পরিদর্শন করার সময় কেন্দ্রের দ্বারা জারি করা সমস্ত সুরক্ষা নির্দেশাবলী অনুসরণ করতে হবে। যার মধ্যে সামাজিক দূরত্ব এবং হাতের স্যানিটাইজিং অন্তর্ভুক্ত রয়েছে। একটি মিডিয়া বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। তাজমহলে প্রতিদিন মাত্র ৫ হাজার ট্যুরিস্টের অনুমতি দেওয়া হবে। দুপুর ২টোর আগে ২ হাজার ৫০০ জন এবং বাকিরা তারপর তাজমহলে প্রবেশ করতে পারবেন। আগ্রা ফোর্টে প্রতিদিন আড়াই হাজারের বেশি পর্যটককে অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।