নয়াদিল্লি: চিকিৎসক এবং বৈজ্ঞানিক মহল আগে থেকেই ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছে যে ভারতে আসতে চলেছে করোনাভাইরাস তৃতীয় ঢেউ। এই প্রেক্ষিতে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলকে সতর্ক বার্তা দিয়ে জানিয়েছিলেন যে সিঙ্গাপুর করোনাভাইরাস প্রজাতির কারণেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেয়নি সিঙ্গাপুর দূতাবাস। বেশী সময় নষ্ট না করেই তারা টুইট করে জানিয়ে দিয়েছে যে সিঙ্গাপুরে নতুন প্রজাতির করোনাভাইরাসের এখনো পর্যন্ত কোনো অস্তিত্ব নেই। এই প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কড়া আক্রমণ করেছে।
ভারতে সিঙ্গাপুর দূতাবাস ট্যুইট করে জানিয়েছে, সিঙ্গাপুর করোনা প্রজাতি নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা একেবারেই অসত্য। এই ধরনের কোন প্রজাতির হদিশ এখনো পর্যন্ত মেলেনি। গবেষণা করে দেখা গিয়েছে বিগত সপ্তাহে সিঙ্গাপুরে বি.১.৬১৭.২ স্ট্রেন ছড়িয়েছে। শিশুদের মধ্যেও এই স্ট্রেন ধরা পড়েছে। এই ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একহাত নিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সিঙ্গাপুর ও ভারত সহযোদ্ধার ভূমিকা পালন করেছে। অক্সিজেন পৌঁছে দেওয়ায় সিঙ্গাপুরের ভূমিকার প্রশংসা করেন তিনি। তবে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার আগে জানা উচিত তা দীর্ঘদিনের সম্পর্ক বিঘ্নিত করতে পারে। তাই তিনি স্পষ্ট করে বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের মুখপাত্র নন। তিনি ভারতের হয়ে কথা বলেন না!
There is no truth in the assertion that there is a new COVID strain in Singapore. Phylogenetic testing has shown that the B.1.617.2 variant is the prevalent strain in many of the COVID cases, including in children, in recent weeks in Singapore.https://t.co/uz0mNPNxlE https://t.co/Vyj7gyyzvJ
— Singapore in India (@SGinIndia) May 18, 2021
প্রসঙ্গত, অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছিলেন, সিঙ্গাপুরে করোনাভাইরাস প্রজাতি মিলেছে তা অত্যন্ত বিপজ্জনক। আগে থেকেই বিজ্ঞানী এবং চিকিৎসক মহল সতর্ক করেছে যে করোনার তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। অরবিন্দ কেজরিওয়াল জানাচ্ছেন, সিঙ্গাপুরের করোনাভাইরাস প্রজাতি শিশুদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সেই কারণে তিনি এখন থেকেই শিশুদের জন্য অগ্রিম সর্তকতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সাধারণ জনগণের আরও দ্রুত ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে সাওয়াল করেছেন তিনি।
Singapore and India have been solid partners in the fight against Covid-19.
Appreciate Singapore’s role as a logistics hub and oxygen supplier. Their gesture of deploying military aircraft to help us speaks of our exceptional relationship. @VivianBala https://t.co/x7jcmoyQ5a
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 19, 2021
However, irresponsible comments from those who should know better can damage long-standing partnerships.
So, let me clarify- Delhi CM does not speak for India.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 19, 2021