রাশিয়ার টিকা প্রয়োগে রাজি নয় ভারত! সিদ্ধান্ত কেন্দ্রের এক্সপার্ট প্যানেলের

রাশিয়ার টিকা প্রয়োগে রাজি নয় ভারত! সিদ্ধান্ত কেন্দ্রের এক্সপার্ট প্যানেলের

নয়াদিল্লি:  কয়েক মাস আগে বিশ্বের সর্বপ্রথম করোনাভাইরাস ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে বলে দাবি করে রাশিয়া। যদিও তাদের ভ্যাকসিন নিয়ে দ্বিমত প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ একাধিক দেশ। অভিযোগ তোলা হয়, ভ্যাকসিন হিসেবে ঘোষণার জন্য যে নিয়ম মানা উচিত, তা মানা হয়নি রাশিয়ার ভ্যাকসিনের ক্ষেত্রে। যদিও পরবর্তী সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মত বদল করলেও, রাশিয়ান ভ্যাকসিন নিয়ে বিতর্ক থেকেই গেছে। এবার এই ভ্যাকসিনের ফেজ-৩ ট্রায়াল বন্ধ হয়ে গেল ভারতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এক্সপার্ট প্যানেল এই ট্রায়াল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

রাশিয়ার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন জানিয়েছিল ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরী সংস্থা, সেই আবেদন খারিজ করে দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো হয়েছে, এখনো পর্যন্ত অতি অল্প সংখ্যক স্বেচ্ছাসেবীর ওপরেই ভ্যাকসিন ট্রায়াল’ দেওয়া হয়েছে। তাই আপাতত ভারতে এর ট্রায়াল বন্ধ। অনুমান করা হচ্ছে, বেশি সংখ্যক স্বেচ্ছাসেবীর ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল’ না হওয়ায় আশঙ্কা থেকে যাচ্ছে। তাই সবদিক দিয়ে বিচার না করে এবং এই ভ্যাকসিন সম্পর্কে পুরোপুরি আশ্বস্ত না হয়ে ভারতে আর রাশিয়ান ভ্যাকসিনের ট্রায়াল’ হবে না।

যদিও এই ভ্যাকসিন বাজারে আসার পরে রাশিয়াকে তুলোধনা করতে শুরু করে আন্তর্জাতিক মহল। বিশ্বের বেশিরভাগ দেশেই রাশিয়ান ভ্যাকসিনের উপর ভরসা রাখতে পারেনি। ভারতে ট্রায়াল’ হলেও, অবশেষে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের বন্ধ করে দেওয়া হল। যদিও দাবি করা হয়েছে, যে কজন স্বেচ্ছাসেবীর ওপরেই ভ্যাকসিন ট্রায়াল’ দেওয়া হয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া। তবুও, যাবতীয় নিয়মাবলী মেনে এই দেশে রাশিয়ান ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের চ্যানেল শুরু করা উচিত বলে মনে করেছে কেন্দ্রের ওই এক্সপার্ট কমিটি।

উল্লেখ্য, ভারতে এই মুহূর্তে তিনটি করোনাভাইরাস ভ্যাকসিনের ট্রায়াল’ চলছে। সেই প্রেক্ষিতে খুব তাড়াতাড়ি ভারতের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =