নয়াদিল্লি: ভারতের তৈরি দুটির করোনাভাইরাস ভ্যাকসিনের দাম নিয়ে সামগ্রিকভাবে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে পূর্বনির্ধারিত দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যদিও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল যে কোন দেশের ভ্যাকসিন ভারতে কত দামে বিক্রি হবে। এবার জানা গেল রাশিয়ান ভ্যাকসিন সম্পর্কে। রাশিয়ার তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’-র একটি ডোজ ভারতে মিলবে প্রায় হাজার টাকায়। এমনটাই জানাচ্ছি হায়দ্রাবাদের সংস্থা ডক্টর রেড্ডি’স।
জানা গিয়েছে রাশিয়ার করোনা ভাইরাস ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’-র একটি ডোজ ভারতে বিক্রি হবে ৯৯৫ টাকায় অর্থাৎ দুটি ডোজের দাম প্রায় ২,০০০ টাকা। রাশিয়া থেকে এই ভ্যাকসিনের প্রতি ডোজ ভারতে আমদানি করা হচ্ছে ৯৪৮ টাকায়। বাকি ৫ শতাংশ জিএসটি নির্ধারিত হয়েছে। রাশিয়ান এই ভ্যাকসিন প্রথম আমদানি করা হয়েছে ১ মে। প্রসঙ্গত রাশিয়া দাবি করেছে যে এটাই বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিন সাফল্যের শতাংশ ৯১.৬। এদিকে নতুন করোনাভাইরাস ভ্যাকসিন ভারতে এলে দেশের তৈরি ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সময় বাড়িয়ে দেওয়ার কারণে ইতিমধ্যেই আলোচনা চলছে। কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যের গ্যাপ বাড়িয়ে দেওয়া হয়েছে।
কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করা হচ্ছে। আগে যেটা ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই দাবি করা হচ্ছিল যে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে বেশি ব্যবধানে রাখলেই তা সব থেকে বেশি কার্যকরী। এখন সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তবে মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত পরিকল্পনা করে নিয়েছে কারণ এই মুহূর্তে দেশে ভ্যাকসিনের আকাল রয়েছে। সময়ের ব্যবধান বাড়িয়ে পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ করার কাজ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। যদিও একটি মাত্র ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান বাড়ানো হয়েছে।