নাগপুর: কয়েক সপ্তাহ আগে করোনাভাইরাস ভ্যাকসিন নিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু সংক্রমণ আটকানো গেল না। জানা গিয়েছে, গতকাল করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আপাতত তিনি নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি। যদিও এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তাঁর মৃদু উপসর্গ রয়েছে।
গত ৭ মার্চ করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। আগামী সপ্তাহের দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই তিনি ভাইরাস আক্রান্ত হলেন। গতকাল এই খবর আরএসএস সরকারি টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ”রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংস্থার শ্রদ্ধেয় সরসংঘচালক মোহন ভাগবতজি আজ দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন। আপাতত ওঁর শরীরে করোনার সাধারণ উপসর্গ দেখা যাচ্ছে। তবে সাবধানতার জন্য তাঁকে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভরতি করা হয়েছে।”
বয়স সত্তরোর্ধ্ব হাওয়ায় মোহন ভাগবতের কোমর্বিডিটি থাকার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিগত কয়েকদিনে মোহন ভাগবতের সংস্পর্শে যারা এসেছেন তাদের কোয়ারান্টিনে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে আরএসএস কর্তৃপক্ষের তরফে। একই সঙ্গে প্রত্যেককে করোনাভাইরাস টেস্ট করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।