চলন্ত ট্রেনের তলায় চলে যাচ্ছেন মহিলা, প্রাণ বাজি রেখে বাঁচালেন RPF জওয়ান! ভিডিও

একটুর জন্য প্রাণে বাঁচলেন মধ্যবয়সী এক মহিলা।

 

মুম্বই: একটুর জন্য প্রাণে বাঁচলেন মধ্যবয়সী এক মহিলা। বরং বলা ভালো স্টেশনে দাঁড়িয়ে থাকা এক আরপিএফ জওয়ানের তৎপরতায় প্রাণ বাঁচালো ওই মহিলার। আর একটু হলেই চলন্ত ট্রেনের তলায় চাপা পড়ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার স্টেশনে। সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে ভয়ঙ্কর ছবি।

ভিডিও দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে যায় ওই মহিলার। ফলত, প্রায় ট্রেনের তলায় চলে যাচ্ছিলেন তিনি। কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকা এক সিআরপিএফ জওয়ানের তৎপরতায় ওই মহিলা বেঁচে যান। সঙ্গে সঙ্গে ওই মহিলার হাত ধরে টেনে তোলেন ওই সিআরপিএফ কর্মী। চলন্ত ট্রেনে ওঠার সময় দরজার মাঝে লোহার রডে ধাক্কা খান ওই মহিলা, তারপর ট্রেইনার প্ল্যাটফর্মের মধ্যে ফাঁকা জায়গায় প্রায় পড়ে যাচ্ছিলেন। সেই সময়ই তাকে টেনে তোলেন ওই সিআরপিএফ জওয়ান। সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তিও মহিলার সাহায্যে এগিয়ে আসেন। উল্লেখ্য, যে ভিডিও ভাইরাল হয়েছে তা ২৮ অক্টোবরের।

চলন্ত ট্রেনে না ওঠার জন্য যাত্রীদের বহুবার আবেদন করেছে ভারতীয় রেল মন্ত্রক। তা সত্ত্বেও যাত্রীরা ঝুঁকি নিয়েই ট্রেনে ওঠেন। দুর্ঘটনার সময় মুম্বই ঘাটকোপার স্টেশনে বেশি ভিড় ছিল না। তা সত্ত্বেও কেন চলন্ত ট্রেনে উঠতে গেলেন ওই মহিলা? সেই নিয়ে উঠছে প্রশ্ন। সাধারণ মানুষের কবে হুঁশ ফিরবে তা হয়তো কেউই বলতে পারবেন না। এইভাবে প্রতিদিন কেউনা কেউ ঢুকিয়ে নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু সাধারন মানুষ ভুলে যান, কয়েকজনকে বাঁচানো সম্ভব হলেও প্রত্যেককে বাঁচানো হয়তো সম্ভব হবে না।

 

এই ঘটনা নিয়ে টুইট করেছে সেন্ট্রাল রেলওয়ে। তারা জানাচ্ছে, আরপিএফ জওয়ান এক মহিলাকে বিপদের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়েছেন। সেই মহিলা চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দরজায় ধাক্কা খেয়ে পড়ে যান, সঙ্গে সঙ্গে তাকে ওই আরপিএফ জওয়ান টেনে তোলেন। যাত্রীরা যাতে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনে না ওঠেন, তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *