ভূস্বর্গে চালু হচ্ছে রোপওয়ে

শ্রীনগর : আগামী মাসেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত পাটনিটপ রোপওয়ে। ২০০৪ সালে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘদিন আটকে ছিল কাজ। শেষপর্যন্ত সব বাধা পার করে জম্মু ও কাশ্মীরের এই প্রকল্প দিনের আলো দেখতে চলেছে। এই রোপওয়ে প্রকল্প নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন উধমপুর জেলার পাটনিটপের স্থানীয় মানুষ। কারণ জম্মু

ভূস্বর্গে চালু হচ্ছে রোপওয়ে

শ্রীনগর : আগামী মাসেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত পাটনিটপ রোপওয়ে। ২০০৪ সালে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘদিন আটকে ছিল কাজ। শেষপর্যন্ত সব বাধা পার করে জম্মু ও কাশ্মীরের এই প্রকল্প দিনের আলো দেখতে চলেছে। এই রোপওয়ে প্রকল্প নিয়ে আশার আলো দেখতে শুরু করেছেন উধমপুর জেলার পাটনিটপের স্থানীয় মানুষ। কারণ জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে চেনানি-নাসরি ট্যানেল তৈরি হয়ে যাওয়ার পর পাটনিটপে পর্যটকের আনাগোনা কমেছে। ফলে ব্যবসা মার খাচ্ছে স্থানীয় মানুষের।

নতুন এই রোপওয়ে বা গন্ডোলা চলাচল করবে পাটনিটপ থেকে নীচে সাঙ্গেত এলাকা পর্যন্ত। ৮ জন করে বসতে পারে এমন ১৮টি কেবল কার আনা হয়েছে ফ্রান্স থেকে। পাটনিটপ গন্ডোলা প্রকল্পের প্রধান ড: ওয়েকার ইউসুফ জানিয়েছেন, ‘ফ্রান্সের প্রযুক্তিগত সহায়তা নিয়ে এই প্রকল্প হয়েছে, এটি তৈরি করতে একটিও গাছ কাটতে হয়নি। এর জন্য রোপওয়েগুলি অনেক উচু দিয়ে যাবে।’ এরফলে পাটনিটপ রোপওয়ে থেকে হিমালয়ের নৈসর্গিক দৃশ্য আরও মনোরম পটভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। আগামী জুনের ৬ তারিখ এর উদ্বোধন হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *