নয়াদিল্লি : শরণার্থী তকমা পেতে জাতিসংঘের কাছে আবেদন জানাল ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানরা। মঙ্গলবার রেলওয়ে পুলিশ গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে পাঁচ রোহিঙ্গাদের গ্রেফতার করার পর জানা যায়।জিআরপি কর্তারা জানান, গ্রেফতার হওয়া পাঁচজন রোহিঙ্গা দিল্লী যাওয়ার জন্য জড় হয়েছিলেন। নয়া দিল্লিতে জাতিসংঘের হাই কমিশনার অব রিফিউজি (ইউএনএইচসিআর) থেকে শরণার্থীর শংসাপত্র পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ওরা।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা মূলত মায়ানমার থেকে দিল্লিতে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মক্কাএময়াম সাহেনাস, এমডি জুবার, মোহম্মদ কামাল হোসেন, নুরুল হাকিম ও মোহম্মদ কালীমুলারেল পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে মায়ানমারের ফলের প্যাকেট, মিষ্টি, সাদা কফি এবং বিভিন্ন ধরনের সংরক্ষিত খাদ্য পাওয়া গেছে।এরআগে এপ্রিল মাসে আটজন রোহিঙ্গা মহিলাকে ভারত-মায়ানমার সীমান্তে অবৈধভাবে মিজোরামে অনুপ্রবেশের চেষ্টা করার জন্য আটক করা হয়েছিল এবং তাদেরকে ফেরত পাঠানো হয়।