রাজ্য হলেই গেলে গেল রব! উন্নাও নিয়ে কেন নীরব বিজেপি? ক্ষোভ মমতার

কলকাতা: উন্নাওয়ের ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উনাওয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নির্যাতিতার রহস্যজন ভাবে গাড়ি দুর্ঘটনা ও নির্যাতিতার নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনায় মৃত্যুর তদন্তে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য একটি কমিটি গঠনের আর্জি জানান মমকা৷ রবিবার একটি গাড়িতে

cc44c6c11d33ca1d65d66ceb5cd93ec7

রাজ্য হলেই গেলে গেল রব! উন্নাও নিয়ে কেন নীরব বিজেপি? ক্ষোভ মমতার

কলকাতা: উন্নাওয়ের ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উনাওয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা নির্যাতিতার রহস্যজন ভাবে গাড়ি দুর্ঘটনা ও নির্যাতিতার নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ বলেও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনায় মৃত্যুর তদন্তে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য একটি কমিটি গঠনের আর্জি জানান মমকা৷ রবিবার একটি গাড়িতে যাচ্ছিলেন উন্নাওয়ের নির্যাতিতা৷ গাঁড়িতে ছিলেন নির্যাতিতা ও তাঁরা দুই আত্মীয়া-সহ আইনজীবী৷ অভিযোগ, রায়বেরিলির কাছে ওই গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক৷ দুর্ঘটনায় তাঁর দুই আত্মীয়ার মৃত্যু হয়৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হন নির্যাতিতা ও তাঁর আইনজীবীকে৷ পরে, নির্যাতিতার মৃত্যু হয়৷  এই ঘটনার পর গোটা দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়৷ সেই বিতর্ক আরও খানিকটা উস্কে দেন মুখ্যমন্ত্রী৷

সোমবার নজরুল মঞ্চে দলীয় বৈঠকে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যজনক৷ আমি বুঝতে পারছি না, দেশে কী হচ্ছে৷  সবকিছুতেই সিবিআই ও ইডির তদন্ত চায় বিজেপি৷ তাহলে কেন উত্তরপ্রদেশের ঘটনায় তা কেন চাওয়া হচ্ছে না৷’’ বলেন, ‘‘প্রতিদিন রাজ্যের সম্মানহানি করছে বিজেপি৷ ওঁরা কেন আজ উত্তরপ্রদেশের ঘটনায় নীরব? ওখানে কী হচ্ছে, তারা কী সেটা জানে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *