Aajbikel

এই পুজোতেই যেতে পারেন সিকিম! বিপর্যয় কাটিয়ে রাস্তা মেরামতি শেষ

 | 
sikkim

গ্যাংটক: হড়কা বান এবং হ্রদ বিপর্যয়ের জেরে কয়েক দিন আগেই বিধ্বংসী অবস্থা হয়েছিল সিকিমের। ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশ থেকে শুরু করে তিস্তা নদীর পার্শ্ববর্তী একাধিক অঞ্চল কার্যত জলের তলায় চলে যায়। সেই অবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টায় আছে রাজ্যে মানুষ। পুজোর সময়ে সিকিমের পর্যটন যে ক্ষতিগ্রস্ত হবেই তারও আন্দাজ পাওয়া গিয়েছে। তবে আপাতত সুখবর হল এই যে, বৃহস্পতিবার তথা পঞ্চমীতেই খুলছে বিপর্যয়ে বিধ্বস্ত সেভক-সিকিম রোড। মঙ্গলবার সেখানকার সংস্কার কাজ খতিয়ে দেখে পূর্ত দফতরের ১০ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারপর রাস্তা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সিকিম তথা উত্তরবঙ্গের একাধিক জায়গার বুকিং বাতিল করেছেন প্রচুর পর্যটক। কালিম্পংয়ের লিকুইভির, ২৯ মাইল ও গেইলখোলায় ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বুকিং বাতিল ছাড়া আর কোনও উপায়ও ছিল না। তবে এখন রাস্তা ঠিক হওয়ার খবর পেতেই নতুন করে রুম বুকিংয়ের জন্য হুড়োহুড়ি শুরু হয়েছে। 

যদিও শেষ মুহূর্তে কতটা চাপ নিতে পারবে সিকিমের হোটেল কর্তৃপক্ষ তা ভেবে দেখার বিষয়। জানা গিয়েছে, অল্প সময়ের মধ্যে রাস্তা ঠিক করতে নাগাড়ে কাজ করেছেন ইঞ্জিনিয়াররা। বেশ কয়েকটি জায়গায় পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। আবার কোথাও বালির বস্তা, পাথর ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে গার্ডওয়াল।   

Around The Web

Trending News

You May like