মোদীর উদ্বোধন করা ৮ হাজার কোটির রাস্তা এখন 'পুকুর', বিরাট সমালোচনা

মাইসোর: মাত্র ৬ দিন আগেকার কথা। ঝাঁ চকচকে নতুন রাস্তার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বছরের প্রথম বৃষ্টির কয়েক ঘণ্টার মধ্যেই সেই রাস্তা কার্যত ডোবায় পরিণত হয়েছে। আবার তাকে আপনি পুকুরও বলতে পারেন! এমনই অবস্থা হয়েছে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের। তার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে সমালোচনা চলছে।
আরও পড়ুন- রাম মন্দিরের নির্মাণকাজের ছবি প্রকাশ্যে, উদ্বোধনের অপেক্ষায় ভক্তরা
পাহাড়প্রমাণ ৮ হাজার ৪৮০ কোটি টাকা খরচ করে এই রাস্তা নির্মাণ হয়েছে। ১১৮ কিমি দীর্ঘ এই রাস্তা গত ১২ মার্চ উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই তিনি উন্নয়ন প্রসঙ্গে কংগ্রেসকে একহাত নিয়েছিলেন। এখন এই রাস্তার করুন হাল চাক্ষুষ করে নেটাগরিকরা প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি সরকারের উন্নয়নের। প্রধানমন্ত্রী তো বটেই, প্রশ্নের মুখে পড়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীও। এই নয়া রাস্তা উদ্বোধন করে দাবি করা হয়েছিল, যাত্রী পরিবহণ আরও মসৃণ হবে, ৩ ঘণ্টার দূরত্ব কমে আসবে ৭৫ মিনিটে। এখন এই রাস্তার হাল দেখে কেউ কেউ কটাক্ষ করে বলছেন, ভেসে ভেসে যেতে অনেক বেশিই সময় লাগবে আগের থেকেও।
সাধারণ মানুষের একাংশ চরম ক্ষুব্ধ হয়েছেন এই রাস্তার ইস্যুতে। তাদের প্রশ্ন, সম্পূর্ণ কাজ যদি না হয়ে থাকে তাহলে কেন তড়িঘড়ি রাস্তার উদ্বোধন করিয়ে দেওয়া হল? এর ফলে যে কোনও সময় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। কারণ রাস্তায় চলা অনেক গাড়ি আচমকা বিকল হয়ে যাচ্ছে জলের কারণে। কোনও গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, চাকা খারাপ হচ্ছে।