মৌমিতা বিশ্বাস: ঋষি কাপুরের কথা উঠলেই ভেসে ওঠে ববি, মেরা নাম জোকার, কাপুর অ্যান্ড সনস, চান্দনি, দিওয়ানার মতো সিনেমার নাম৷ অমিতাভ বচ্চন, বিনোদ খান্নার অ্যাংরি ইয়ং ম্যানের যুগেও ব্যতিক্রমী ছিলেন ঋষি কপূর। দীর্ঘ অভিনয় জীবনে অসামান্য অবদান রেখে গিয়েছেন তিনি৷ কাপুর পরিবারের ঐতিহ্য আর পরম্পরাকে নিজের অভিনয় দক্ষতায় অন্য এক শিখরে নিয়ে গিয়েছিলেন ঋষি কাপুর৷ তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতির কড়া সমালোচকও ছিলেন তিনি৷ বিভিন্ন সময় সরকার হোক বা বিরোধী কংগ্রেস, আক্রমণ শানিয়েছেন বারবার৷
একাধিকবার তিনি আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেসের বিরুদ্ধে৷ তাঁর তোপের মুখে পড়েছিলেন রাহুল গান্ধীও৷ বংশপরম্পরার রাজনীতিতে নিয়ে কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি তিনি৷ রাহুল গান্ধীর একটি কথার পরিপ্রেক্ষিতে একের পর এক ট্যুইট করে তিনি বলেছিলেন, ‘‘প্রজন্মের পর প্রজন্ম ধরে কাপুর পরিবার মানুষের সম্মান অর্জন করে এসেছে৷ ভারতীয় চলচ্চিত্রের ১০৬ বছরের ইতিহাসে ৯০ বছর দিয়েছে কাপুর পরিবার৷ প্রতিটি জেনারেশকে মানুষ স্বীকার করেছে তাঁদের দক্ষতায়৷ জরবদস্তি বা গুন্ডামী করে মানুষের সম্মান আদায় করা যায় না৷’’
গান্ধী পরিবারের নামে রাস্তা, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের নামকরণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন ঋষি কাপুর৷ তাঁর যুক্তি ছিল, প্রতিটি প্রজন্মে সমাজের প্রতি যাঁদের অবদান রয়েছে, তাঁদের নামেই নামকরণ করা উচিত৷ কেন দিলীপ কুমার, দেব আনন্দ, অশোক কুমার, অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্বদের নামে রাস্তাঘাট কিংবা রেল স্টেশনের নামকরণ হবে না, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি৷ ‘ববি’র রাজ নাথ একবার বলেছিলেন, ‘‘রাজ কাপুর সারা দেশকে গর্বিত করেছিলেন৷ এমনকী মৃত্যুর পরেও৷ নিশ্চিতভাবেই তা রাজনীতির চেয়ে অনেক বেশি৷’’
বিজেপি সরকারের বিরুদ্ধেও ক্ষোভ ছিল তাঁর৷ তিনি মনে করতেন, শিল্পী মহলের প্রতি সরকার খুবই উদাসীন৷ বিদেশে একজন শিল্পীকে যতটা সম্মান দেওয়া হয়, আমাদের দেশে সেই মর্যাদা পান না অভিনেতারা৷ আক্ষেপের সুরেই ঋষি কাপুর বলেছিলেন, ‘‘যখন ভাবি শিল্পীদের প্রতি সরকার কেমন আচরণ করছে, তখন আমি সত্যিই হতাশ হয়ে যাই৷ সারা বিশ্বে আমরা সিনেমা, সঙ্গীত এবং সংস্কৃতির জন্য পরিচিত৷ আমাদের দেশের আইনকনদের সরকার কি সেই স্বীকৃতি দিচ্ছে? যাবতীয় সড়ক, ফ্লাইওভার, বিমানবন্দরের নাম হচ্ছে রাজনৈতিক নেতাদের নামে৷ কেন তা অভিনেতাদের নামে নয়?’’
An appeal 🙏 to all brothers and sisters from all social status and faiths. Please don’t resort to violence,stone throwing or lynching. Doctors,Nurses,Medics, Policemen etc..are endangering their lives to save you. We have to win this Coronavirus war together. Please. Jai Hind!🇮🇳
— Rishi Kapoor (@chintskap) April 2, 2020