মুম্বই: ইরফান খানের মৃত্যুর শোক যন্ত্রণা কাটিয়ে উঠার আগেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন ঋষি কাপুর৷ বৃহস্পতিবার সকালে মুম্বই হাসপাতালে চিরনিদ্রায় বিলিন হলেন তিনি৷
দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর৷ বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর তিনি দেশে ফেরেন। বিদেশ থেকে চিকিৎসা করে দেশে ফেরার পরও একইভাবে ঠোঁটে হাসি নিয়ে থাকতেন চিন্টু৷ একাধিকবার নানা সমস্যা নিয়ে তাঁকে ভর্তি হতে হত হাসপাতালে। তখনও কিন্তু তিনি চিকিৎসকদের সঙ্গে রীতিমতো রসিকতায় মাততেন। বুধবার যখন মুম্বইয়ের হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়, তখনও ঠোঁটের কোণে ছিল সেই চেনা হাসি৷ চিকিৎসক থেকে পরিবারের সদস্যরা, কেউই বুঝতে পারেননি যে, এই যাওয়াই তাঁর শেষ যাওয়া হবে!
বৃহস্পতিবার সকালে প্রথম খবরটি ট্যুইট করে জানান অমিতাভ বচ্চন৷ একসঙ্গে জুটি বেঁধে একাধিক ছবিতে অভিনয় করেছেন তাঁরা৷ ঋষির মৃত্যুতে শোকাহত শাহেনশা ট্যুইট করে বলেন, “বুধবার চলে গেলেন ইরফান খানের মতো আন্তর্জাতিক মানের প্রতিভা। তারপরেই আজ ঋষি কাপুর। আমি ভেঙে চুরমার৷’’
ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘গত দুই বছর ধরে লিউকোমিয়ায় ভুগছিলেন ঋষি৷ এদিন সকাল ৮ টা বেজে ৪৫ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা জানিয়েছেন, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তাঁদের সঙ্গে মসকরা করে গিয়েছেন৷’’ পরিবারের তরফে আরও বলা হয়েছে, ‘‘জীবনের শেষ দিনগুলি পরিবার, বন্ধু-বান্ধব, খাওয়া-দাওয়া আর সিনেমাতেই আবদ্ধ হয়েছিল তাঁর জীবন৷ সারা বিশ্বের অগনিত ভক্তের বিপুল ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন৷ চোখের জলে নয়, হাসির মধ্যে দিয়েই বেঁচে থাকবেন ঋষি কাপুর৷ ’’
Actually crying 😭
His spirit n his voice still full of life.
Rest in peace sir #RishiKapoor ypu were loved. His last video 💔 pic.twitter.com/4XpcVwTivh— Quirky Naari (@QuirkyNaari) April 30, 2020