গণেশের লকেট পরে নগ্ন ছবি রিহানার! ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা

গণেশের লকেট পরে নগ্ন ছবি রিহানার! ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা

নয়াদিল্লি: কেন্দ্রীয় কৃষি আইন অসমর্থন করে বিগত বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন দেশের কৃষকরা। সেই আন্দোলন সমর্থন করে টুইট করেছিলেন আমেরিকান পপস্টার রিহানা। সেই পোষ্টের পরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল দেশে। রিহানার পাশাপাশি বিখ্যাত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গের পোস্ট নিয়েও বিতর্ক রয়েছে। ‌ রিহানার উপর ইতিমধ্যেই ক্ষুব্ধ ভারতীয়দের একাংশ। এবার আবার ভারতীয়দের রাগের কারণ হলেন রিহানা। কারণ এবার তিনি হিন্দুদের দেবতা গণেশকে অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি রিহানার একটি টপলেস ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‌ যেখানে দেখা যাচ্ছে তার গলায় ঝুলছে গণেশের একটি পেন্ডেন্ট। ছবিতে দেখা যাচ্ছে, টপলেস হয়ে নিজের বক্ষ যুগল হাত দিয়ে ঢেকে রয়েছেন রিহানা, কিন্তু তার গলায় যে গণেশের একটি পেন্ডেন্ট ঝুলছে তার ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এই ছবি ভাইরাল হতেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ভারতীয়দের একাংশের দাবি, হিন্দু ধর্ম এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন রিহানা। ইচ্ছে করে ভারতীয়দের আঘাত করার জন্য এই কাজ করেছেন তিনি না হলে গণেশের পেন্ডেন্ট করে এই ধরনের ছবি তিনি তুলতেন না। স্বাভাবিকভাবেই রিহানার এই ছবি ভাইরাল হওয়ার পর রাগে ফুঁসছে দেশবাসী।

এর আগে  কৃষক আন্দোলন সমর্থন করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা রিহানা এবং বিখ্যাত পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ কৃষকদের প্রতি যে সমর্থন দেখিয়েছেন তার বিরোধিতা করে ভারত সরকার বক্তব্য পেশ করেছিল এই বলে যে, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বিদেশীরা। নিজেদের মতো মনোভাব একদল মানুষের ওপর চাপিয়ে দেওয়ার জন্য এই কাজ করা হচ্ছে! কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, সঠিক তথ্য যাচাই না করে বিক্ষোবের বিষয় নিয়ে মন্তব্য করা একেবারেই উচিত নয়। এই ধরনের পদক্ষেপ ভুল বার্তা ছড়াবে গোটা পৃথিবীতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =