RG Kar-কাণ্ডের প্রতিবাদ, স্বাস্থ্য মন্ত্রকের সামনে রাস্তায় দাঁড়িয়ে রোগী দেখবেন দিল্লি AIIMS-এর চিকিৎসকেরা

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশে৷ গর্জে উঠেছে গোটা সমাজ৷ শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, প্রতিবাদে সামিল  হয়েছেন বিভিন্ন রাজ্যের চিকিৎসকেরা৷ এবার প্রতিবাদের…

delhi aiims

কলকাতা: আরজি কর-কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশে৷ গর্জে উঠেছে গোটা সমাজ৷ শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, প্রতিবাদে সামিল  হয়েছেন বিভিন্ন রাজ্যের চিকিৎসকেরা৷ এবার প্রতিবাদের পথে নামলেন দিল্লি এইমসের চিকিৎসকেরা। অভিনব পন্থা বেছে নিলেন তিনি৷ দিল্লিতে একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে দাঁড়িয়ে রাস্তার উপর রোগী দেখার সিদ্ধান্ত নিলেন তাঁরা৷ আজ, সোমবার থেকেই শুরু হয়ে যাবে সেই কর্মসূচি। এক প্রেস বিজ্ঞপ্তিতে দিল্লি এমসের চিকিৎসকদের তরফে এ কথা জানানো হয়েছে৷

 

আরজি করে জুনিয়র তরণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দেশ জুড়ে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালের আউটডোরে ব্যহত রোগী পরিষেবা। এই পরিস্থিতিতে তাঁদের প্রতিবাদকে অন্য মাত্রায় নিয়ে যেতে উদ্যোগী দিল্লি এইমস।