Aajbikel

গভীর রাতে করিডরে অট্টাহাসি! ভূতের ভয়ে হাড় হিম হোস্টেলের আবাসিকদের

 | 
ভূত

 রায়পুর: নিঝুম নিশুতি। হঠাৎ করেই  করিডরে মহিলার অট্টহাসি। শিড়দাঁড়া দিয়ে নেমে যায় শীতল রক্তের স্রোত৷ গায়ে কাঁটা ধরানো সেই হাসি শুনে দরজা খুলে উঁকি দিলে কারও দেখা মেলে না। আবছায়ার মতো কেউ যেন মিলিয়ে যায়। হালকা আলোয় থমথমে দেখায় লম্বা করিডোরটা৷ বেশ কয়েকদিন ধরেই এমনই অলৌকিক ঘটনা ঘটে চলছে। যা বুকের রক্ত জল করে দিয়েছে বয়েজ হস্টেলের আবাসিকদের। ভূতের আতঙ্কে কাঁটা ছত্তিশগড়ের মহাসমুন্দ সরকারি মেডিক্যাল কলেজের হস্টেলের ছাত্ররা। খবর পেয়ে ভূতের খোঁজে হানা দেয় পুলিশ৷ কিন্তু নাগাল পেলেন না৷ পুলিশকর্মীরাও হস্টেলের করিডর থেকে হাড়হিম করা ওই অট্টহাসি শুনতে পেলেন। কিন্তু কারও দেখা পেলেন না৷ যা রহস্য আরও বাড়িয়ে তুলেছে৷

তবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ আতঙ্ক ছড়াতেই কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এসব করছে বলে দাবি তাঁদের। তবে কর্তৃপক্ষ যাই বলুন, বিষয়টিকে কোনও ভাবই হাল্কাভাবে নিতে নারাজ বয়েজ হস্টেলের আবাসিকরা। তাঁদের বক্তব্য, মাঝরাতে হাড় হিম করা  অট্টহাসিই নয়, মাঝেমধ্যেই ছাদে ভারী কিছু পড়ার শব্দও শুনতে পাওয়া যায়৷ কিন্তু বাইরে বেরিয়ে দেখতে গেলে, কোথাও কারও দেখা মেলে না৷ আর সেখানেই বাড়ছে আতঙ্ক৷ ওই মেডিক্যাল কলেজ হস্টেলে মোট ৫৪ জন আবাসিক রয়েছেন। কিন্তু গরমের ছুটি পড়ায় তাঁদের অধিকাংশই বাড়ি চলে গিয়েছেন। ফলে হোস্টেল অনেকটাই ফাঁকা৷ এর মধ্যে শুরু হয়েছে ‘ভুত’-এর উপদ্রব৷ 

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ওই হস্টেলে টিভি ও স্পিকার রয়েছে। সেগুলির সঙ্গে বাইরে থেকে কেউ ব্লু-টুথ সংযোগ করে ওই ‘ভূতুড়েকাণ্ড’ ঘটাচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

 

Around The Web

Trending News

You May like