rescue team
দেরাদুন: উত্তরকাশির সুড়ঙ্গ থেকে আটকে পড়া শ্রমিকদের বের করে আনতে বড়সড় পদক্ষেপ নেওয়া হল। আগে জানা গিয়েছিল, শ্রমিকদের বের করে আনতে ২০ মিটারেরও কম পাথর এবং ধ্বংসাবশেষ সরাতে হবে। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, শ্রমিকদের উদ্ধারের ক্ষেত্রে আর মাত্র ১২ মিটার যেতে হবে উদ্ধারকারীদের। সেই প্রেক্ষিতে ২১ জন উদ্ধারকারী সুড়ঙ্গে ঢুকেছেন বলে জানা গিয়েছে।
অনুমান করা হচ্ছে, সুড়ঙ্গের শ্রমিকরা অন্তত ৫৭ মিটার নীচে আটকে রয়েছেন। আর এই মুহূর্তে পর্যন্ত গন্তব্য থেকে মাত্র ১২ মিটার দূরে আছেন উদ্ধারকারীরা। প্রশাসনিক কর্তাদের দাবি, খুব বেশি হলে আর ২৪ ঘণ্টার মধ্যেই সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার সম্ভব হবে। ইতিমধ্যেই অক্সিজেন মাস্ক পরে পাইপের মাধ্যমে সুড়ঙ্গে ঢুকেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আশা করা হচ্ছে, আজ রাতের মধ্যেই ভালো খবর পাওয়া যাবে। উদ্ধারস্থলে ইতিমধ্যে ২০টি অ্যাম্বুল্যান্স পৌঁছে গিয়েছে। শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলে তাঁদের সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হবে।
শ্রমিকদের স্বাস্থ্যের দিকে নজর দিয়ে সুড়ঙ্গে তাদের জন্য পাঠান হয়েছে পোলাও, মটর পনির এবং দু’টি করে রুটি। সঙ্গে আপেল, লেবুর মতো ৫ থেকে ১০ কেজি ওজনের ফল দেওয়া হয়েছে। এছাড়া মানসিক অবসাদ আটকাতে ওষুধও দেওয়া হয়েছে।