ভোটের বাজারে উদ্ধার ৩৪৪৯ কোটির সম্পদ

নয়াদিল্লি: এবারের নির্বাচনে নগদ টাকা, মদ এবং সোনারুপো বাজেয়াপ্ত হয়েছে ৩৪৪৯ কোটি ১২ লাখের। নির্বাচন কমিশন এই তথ্য দিয়েছে। ২০১৪ সালের ভোটের তুলনায় তা তিনগুণ বেশি। সেবার মোট বাজেয়াপ্ত হয়েছিল ১২০৬ কোটি। ১০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৮৩৯ কোটি টাকা নগদে, ২৯৪ কোটি টাকার মদ, সোনারুপো ৯৮৬ কোটির উদ্ধার হয়েছে। ভোটারদের বিলির জন্য শাড়ি,

0bd3b125d9cf31b9114222bc9ba8e275

ভোটের বাজারে উদ্ধার ৩৪৪৯ কোটির সম্পদ

নয়াদিল্লি: এবারের নির্বাচনে নগদ টাকা, মদ এবং সোনারুপো বাজেয়াপ্ত হয়েছে ৩৪৪৯ কোটি ১২ লাখের। নির্বাচন কমিশন এই তথ্য দিয়েছে। ২০১৪ সালের ভোটের তুলনায় তা তিনগুণ বেশি।

সেবার মোট বাজেয়াপ্ত হয়েছিল ১২০৬ কোটি। ১০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৮৩৯ কোটি টাকা নগদে, ২৯৪ কোটি টাকার মদ, সোনারুপো ৯৮৬ কোটির উদ্ধার হয়েছে। ভোটারদের বিলির জন্য শাড়ি, হাতঘড়ি বাজেয়াপ্ত হয়েছে ৫৮ কোটি ৫৬ লাখ টাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *