রমজান মাসে ভোটের সময় এগিয়ে আনার আর্জি

নয়াদিল্লি : রমজানের জন্য ভোটের সময় সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা করার জন্য আবেদন নিপর্তান কমিশনকে বিবেচনার জন্য বলল সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের বাকি পর্বগুলিতে রমজান এবং রাজস্থান ও অন্যান্য রাজ্যে তাপপ্রবাহের জন্য ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা কমানোর আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আগের চারটি দফায় ভোটগ্রহণ শুরু হয়েছিল সকাল সাতটা, শেষ হয়েছিল সন্ধে ছটায়।

b791a594511dfa11753fd213d174b002

রমজান মাসে ভোটের সময় এগিয়ে আনার আর্জি

নয়াদিল্লি : রমজানের জন্য ভোটের সময় সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা করার জন্য আবেদন নিপর্তান কমিশনকে বিবেচনার জন্য বলল সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের বাকি পর্বগুলিতে রমজান এবং রাজস্থান ও অন্যান্য রাজ্যে তাপপ্রবাহের জন্য ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা কমানোর আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে।

আগের চারটি দফায় ভোটগ্রহণ শুরু হয়েছিল সকাল সাতটা, শেষ হয়েছিল সন্ধে ছটায়। যেসব রাজ্যে প্রচণ্ড গরম চলছে, সেখানে দেখা গিয়েছে, দুপুরে ভোটদানের গতি কমে যাচ্ছে। সন্ধরে দিকে তা কমে যাচ্ছে আরও। মে মাসের ৬, ১২ ও ১৯ তারিখের ভোট রমজানের মধ্যে পড়েছে। সেটা মাথায় রেখেই সময় কামানোর আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *