খুনের মামলায় অর্ণব গোস্বামীকে ‘গ্রেফতার’ করল পুলিশ

খুনের মামলায় অর্ণব গোস্বামীকে ‘গ্রেফতার’ করল পুলিশ

2833b89e3aac8c91573a2c30ec12d6f5

 

মুম্বই: টিআরপি কেলেঙ্কারির অভিযোগ আগেই উঠেছিল৷ অভিযোগ ঢাকতে আলাদতে ছুটতে হয়েছিল  রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে৷ কিন্তু, সেখানেও টেকেটি অর্ণব আর্জি৷ এবার বুধবার সাতসকালে সাংবাদিক অর্ণব গোস্বামীকে আটক করে তুলে নিয়ে গেল মুম্বই পুলিশ৷ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মুম্বই পুলিশের বিরুদ্ধে বেপরোয়া আক্রমণ চালিয়ে আসছিলেন অর্ণব গোস্বামী৷

মুম্বই পুলিশের দাবি, ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় সাংবাদিক অর্ণব আটক করা হয়েছে৷ কিন্তু, ২০১৮ সালের মামলায় আচমকা কেন এত পুলিশি সক্রিয়তা? উঠছে প্রশ্ন৷ আটক করার সময় অর্ণবকেধ্বস্তাধ্বস্তি করেছে মুম্বই পুলিশ, অভিযোগ রিপাবলিক টিভির৷

জানা গিয়েছে, অর্ণবকে আটক করে আলিবাগে নিয়ে গিয়েছে পুলিশ৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট করেনি মুম্বই পুলিশ৷ তবে, রিপাবলিক টিভির দাবি, অর্ণবকে হেনস্থা করে গ্রেফতার করে মুম্বই পুলিশ৷ আচমকা পুলিশের সক্রিয়তা ঘিরেও উঠছে নানান প্রশ্ন৷ প্রশাসনের রোষের মুখে ফের কি সংবাদমাধ্যম? উঠছে প্রশ্ন৷ যদিও কিছুদিন ধরে মুম্বই পুলিশের অর্ণবের সংঘাত চরমে ওঠে৷ সুশান্ত মামলার পর থেকে সেই সংঘাত নতুন মাত্রা নেয়৷ ভুয়ো টিআরপি নিয়েও রিপাবলিক টিভির বিরুদ্ধে তদন্তে নেমেছিল মুম্বই পুলিশ৷ চলেছে দোষারোপের পালা৷ আর তারমধ্যেই ২০১৮ সালে খুনের মামলায় সাংবাদিককে আটক নতুন করে তৈরি হয়েছে বিতর্ক৷ এর আগে প্রকাশ্যে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার দায়ে দেশজুড়ে সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দায়ের হয় গুচ্ছ মানহানি মামলা৷ বেগতিক বুঝে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে স্বস্তি পান অর্ণব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *