নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত উত্তেজনা বেড়ে যাওয়ায় পর থেকেই চিনা অ্যাপ বয়কটের আহ্বান জানিয়ে ভারতের স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা৷ ইদানিং তাঁরা অতিসক্রিয় হয়ে উঠেছেন৷ আর এই কাজ তরান্বিত করতে সহায়কের ভূমিকায় উঠে আসে 'রিমুভ চায়না অ্যাপ' নামে গুগল প্লে থেকে ডাউনলোড করা যায় এমন একটি অ্যাপ্লিকেশন যা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি থেকে সমস্ত চিনা অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল করতে সহায়তা করে৷ এবার সেই প্রচেষ্টা দমনে পদক্ষেপ নিতে শুরু করল খোদ গুগল৷ গুগল প্লে থেকে সরিয়ে দেওয়া হল 'রিমুভ চায়না অ্যাপ'৷
অ্যাপটির নির্মাতা জয়পুর ভিত্তিক সংস্থা 'ওয়ান টাচ' অ্যাপল্যাবস মঙ্গলবার গভীর রাতে পোস্ট করা একটি টুইটের মাধ্যমে গুগল প্লে থেকে অ্যাপটি সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে৷ গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাপ আচরণনীতি লঙ্ঘন করছে৷ তাদের মতে একটি অ্যাপ কখনও অন্য কোনও অ্যাপ সরিয়ে দেওয়ার জন্য গ্রাহকদের উৎসাহ জোগাতে পারে না৷ আর ‘রিমুভ চায়না অ্যাপ’ নামে সম্প্রতি জনপ্রিয় অ্যাপটি সেই নীতি লঙ্ঘন করেছে৷
করোনা আবহে অ্যাপটি প্রথম ১৭ মে গুগল প্লে-তে প্রকাশিত হয়েছিল৷ তবে, ভারত-চিন সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ার পর গত সপ্তাহে এটি প্রচাররের আলোয় আসে৷ এটি এই মুহূর্তে গুগল প্লেতে শীর্ষ ট্রেন্ডিং অ্যাপ হিসাবে আত্মপ্রকাশ করে৷ ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি ডাউনলোড হয়েছে৷ এই সপ্তাহে গুগল প্লে স্টোর থেকে সরানো এটি দ্বিতীয় হাই প্রোফাইল অ্যাপ৷ এর সরানোর কয়েক ঘণ্টা আগে 'মিত্রোঁ' অ্যাপটিও প্লেস্টোর থেকে সরানো হয়েছে৷
বলা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভারত-চিন সীমান্ত বিরোধসহ বিভিন্ন কারণে যখন চিন-বিরোধী মনোভাব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক সেই সময়ে অ্যাপটি উল্লেখযোগ্যভাবে কার্যকর হয়েছে৷ ফলে, অ্যাপটি এত বেশী ডাউনলোড হওয়ার পেছনে বিরোধীতামূলক মনোভাব কাজ আছে বলেই মনে করছে গুগল যা গুগল প্লে স্টোরের নীতি বিরোধী৷ ইন্ডিয়ান এক্সপ্রেস প্রথমে অ্যাপটি সরিয়ে দেওয়ার খবর প্রকাশ করে৷ আর তখন থেকেই এর কারণ সম্পর্কিত বিষয়গুলি প্রকাশ্যে আসে৷ যদিও ওয়ান টাচ ল্যাব তার ওয়েবসাইটে দাবি করেছে, বিপুল সংখ্যক মানুষ যখন চিনা ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল করতে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছে, তখন এর উদ্দেশ্য তাঁদের কোনও অ্যাপ্লিকেশন আনইনস্টল করার জন্য প্রচার বা বাধ্য করা ছিল না এবং শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছিল৷
তবে গুগল 'গ্যাজেটস ৩৬০'-কে নিশ্চিত করেছে, গুগল প্লে-র ভ্রান্ত আচরণ নীতি লঙ্ঘনের জন্যই ‘রিমুভ চায়না অ্যাপ’ সরানোর সিদ্ধান্ত নিয়েছে যা এই অ্যাপ্লিকেশনগুলিকে ‘তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনগুলি অপসারণ বা নিষ্ক্রিয় করতে ব্যবহারকারীদের উৎহিত করতে বা উদ্যোগ নিতে’ এবং ‘ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অনুমতি দেয় না৷’