স্মার্টফোনে বিপ্লব! 2G মুক্ত ভারত গড়তে ৯৯৯ টাকায় 4G ফোন নিয়ে এল রিলায়েন্স জিয়ো

স্মার্টফোনে বিপ্লব! 2G মুক্ত ভারত গড়তে ৯৯৯ টাকায় 4G ফোন নিয়ে এল রিলায়েন্স জিয়ো

নয়াদিল্লি: লক্ষ্য ছিল ২জি মুক্ত ভারত গড়া! সেই লক্ষ্য পূরণেই নতুন ফোন নিয়ে এল রিলায়েন্স। শুধু তাই নয়, একেবারে সস্তায় গ্রাহকদের হাতে ৪জি ফোন তুলে দেওয়ার কথা জানালেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি৷ যার নাম জিয়োভারত ভি২। এই ফোনের সবচেয়ে বড় চমক এর দাম৷ জিয়োভারতের দাম শুরু হচ্ছে মাত্র ৯৯৯ টাকা থেকে। এখানেই শেষ নয়৷ ফোনের পাশাপাশি জিও’র তরফে নিয়ে আসা হয়েছে দারুন একটি প্ল্যান৷ যা বেশ জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে৷ 

বর্তমানে আমাদের দেশে ২৫ কোটি ২জি গ্রাহক রয়েছে। যারা বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত৷ যার মধ্যে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া কিংবা বিএসএনএলের মতো সংস্থার নেটওয়ার্কও রয়েছে। রিলায়েন্স জিয়ো শুধুমাত্র ৪জি এবং ৫জি পরিষেবা দিয়ে থাকে। সংস্থার দাবি, জিয়োভারত ভি২-র মাধ্যমে খুব শীঘ্রই এমন ১০ কোটি মানুষ ৪জি  নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবেন। আপাতত ১০ লক্ষ ডিভাইসের জন্য ৭ জুলাই থেকে একটি বিটা প্রোগ্রাম চালু করা হবে।

এই বিটা প্রোগ্রামে পরীক্ষা করা হবে ফোনের যাবতীয় ফিচার্স ও তার পারফরম্যান্স। সংস্থার লক্ষ্য দ্রুত ২জি গ্রাহকদের হাতে ৪জি-পরিষেবা পৌঁছে দেওয়া। সেই স্বপ্ন পূরণে সবথেকে সস্তা ৪জি পরিষেবা দিতে চলেছে রিলায়েন্স জিয়ো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা এখনও কি-প্যাড বা ফিচার ফোনে ২জি ব্যবহার করছেন, তাদের সস্তায় ৪জি পরিষেবা দেওয়া হবে। ৯৯৯ টাকার এই ফোনের মাসিক প্ল্যানও বেশ সস্তা। ২৮ দিনের পরিষেবার জন্য গ্রাহকদের দিতে হবে মাত্র ১২৩ টাকা৷ 

যদি অন্য অপারেটদের মাসিক প্ল্যান-এর দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে তা নূন্যতম ১৭৯ টাকা থেকে শুরু৷ সেখানে জিয়োভারত ভি২ গ্রাহকদের প্রতিদিন ০.৫ জিবি  ডেটা অর্থাৎ ১৪ জিবি ৪জি ডেটা দেবে মাত্র ১২৩ টাকায়। প্ল্যানের বৈধতা ২৮ দিন৷ কোনও গ্রাহক যদি এক বছরের জন্য রিচার্জ করাতে চান, তাহলে তাঁকে দিতে হবে মাত্র ১২৩৪ টাকা। এই প্ল্যানে মোট ১৬৮ জিবি  ডেটা পাবেন গ্রহকরা। সংস্থার দাবি, এত কম মূল্যে বাজারে আর কোনও প্ল্যান নেই৷ এবং এটি বাকি প্ল্যানগুলির তুলনায় ৭ গুণ বেশি সুবিধা সম্পন্ন এবং ৩০ শতাংশ সস্তা।

দামে সস্তা হলেও এই ফোনটি কিন্তু ফিচারে ঠাসা৷ যা কোনও স্মার্ট ফোনের চেয়ে কম যায় না। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ফোনের ওজন মাত্র ৭১ গ্রাম৷ যা এক কথায় পকেট ফ্রেন্ডলি৷ জিয়োভারত ভি২-তে থাকছে এইচডি ভয়েস কলিং এবং এফএম রেডিয়োর সুবিধা৷ থাকছে৷ ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল মেমরি কার্ডের সুবিধা৷ 

এছাড়াও এই মোবাইলে রয়েছে ৪.৫ সেমি TFT স্ক্রিন, ০.৩  মেগাপিক্সেল ক্যামেরা, ১০০০ এমএএইচ ব্যাটারি, যাতে দীর্ঘক্ষণ কথা বলা যায়। এছাড়াও রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং শক্তিশালী লাউডস্পিকার৷ সঙ্গে টর্চ। গ্রাহকরা এই ফোনে জিয়ো সিনেমা সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। পাশাপাশি জিয়ো সাওনের মাধ্যমে চার কোটি গান শুনতে পারবেন৷ এছাড়াও জিয়ো পে’র মাধ্যমে ইউপিআই লেনদেনের সুবিধাও পেয়ে যাবেন ইউজাররা৷ এই ফোনে ২২টি ভাষা সাপোর্ট করবে৷ 

রিলায়েন্স জিয়ো-র চেয়ারম্যান আকাশ আম্বানি এদিন বলেন,  এখনও দেশের একটা বড় অংশের মানুষ ২জি নেটওয়ার্ক ব্যবহার করেন। পরিসংখ্যান তুলে ধরে তিনি দেখান, দেশজুড়ে প্রায় ২৫০ মিলিয়ন মানুষ ২জি ফোনে বন্দি। ছয় বছর আগে যখন জিয়ো লঞ্চ হয়েছিল তখন আমরা পরিষ্কার জানিয়েছিলাম ইন্টারনেটের গণতন্ত্রীকরণ এবং প্রতিটি ভারতীয়র কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে আমরা চেষ্টার ত্রুটি রাখব না। এখন স্বপ্ন সকলের হাতে ৪জি পরিষেবা পৌঁছে দেওয়া৷ আগামী  ৭ জুলাই বিটা পর্যায়ে জিয়োভারত ভি২ বাজারে ছাড়বে রিল্যায়েন্স৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *