নয়াদিল্লি: দেশে ক্রমেই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি৷ সংক্রমণ রুখতে অধিকাংশ সরকারি-বেসরকারি অফিসে চালু হয়েছে ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম৷ প্রসাসনের কড়া নির্দেশ ঘরে থাকুন৷ কিন্তু ঘরে বসে কাজ করার নানান সমস্যাও রয়েছে৷ যার মধ্যে অন্যতম হল ইন্টারনেটের গতি৷ তবে এই অবস্থায় ইউজারদের আশ্বস্ত করল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল৷
সোমবার রিলায়েন্স জিও’র পক্ষ থেকে জানানো হয়, ওয়ার্ক ফ্রম হোমের কথা মাথায় রেখে নতুন গ্রাহকদের বিনামূল্যে ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার পাশাপাশি সমস্ত পুরনো গ্রাহকদের প্রয়োজনে ডেটার বৈধতা দ্বিগুণ করা হবে। একইসঙ্গে, প্ল্যানগুলিতে নন জিও নেটওয়ার্কে ফোন করার টপআপ ভাউচার এবং কলিং মিনিটের সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক বিবৃতিতে বলা হয়েছে, “ঘরে বসে সকলেই যাতে প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করার জন্য কোনও সার্ভিস চার্জ ছাড়াই বেসিক জিও ফাইবার ব্রডব্যান্ড সংযোগ দেবে কোম্পানি৷’’
সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে জিও যাতে সারাক্ষণ তাদের পরিষেবা অক্ষুণ্ণ রাখতে পারে, তা নিশ্চিত করতে তারা সদা তৎপর৷ জিওর পাশাপাশি বাড়িতে বসে কাজ করার সময় ইন্টারনেটের গতি বাধা সৃষ্টি করবে না বলে আশ্বাস দিয়েছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াও৷ এজন্য তাদের নেটওয়ার্কে বাড়তি লোড নিতেও তারা প্রস্তুত বলে জানানো হয়েছে৷
এদিকে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাগুলি বিএসএনএল এবং এমটিএনএল-ও তাদের গ্রাহকদের বাড়ি থেকে কাজ করার সুবিধার্থে বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা এবং অতিরিক্ত ডেটা দেওয়ার কথা ঘোষণা করেছে।