মুম্বই: ভারতে রিটেল ব্যবসায় অন্যতম বড় নাম ফিউচার। সেই ফিউচার গোষ্ঠীর সম্পূর্ণ ব্যবসা কিনে নিতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বাজারে ফিউচার গোষ্ঠীর অনেক ঋণ রয়েছে। সেগুলো মিটিয়েই ফিউচার গোষ্ঠীর সব কিনে নিতে চাইছে রিলায়েন্স। জানা গিয়েছে, পাঁচটি সংস্থাকে একসঙ্গে তৈরি করা হবে ফিউচার এন্টারপ্রাইজ লিমিটেড। তারপর সেই সংস্থাটিকে বিক্রি করা হবে।
রিলায়েন্সের একটি রিটেল সাবসিডিয়ারি এই সংস্থাকে কিনে নেবে। তবে তার আগে ৩১ জুলাইয়ের মধ্যে রিলায়েন্সকে একটি চুক্তি করতে হবে। সেই চুক্তির ফলে বিগবাজার, ফুডহল, নিসগ্রিস, এফবিবি, সেন্ট্রাল, হেরিটেজ ফুড এবং ব্রান্ড ফ্যাক্টরির মতো দোকানগুলোক রিলায়েসন্স চালাবে। তবে লি কুপার বা আল নিচ্ছে না রিলীয়েন্স। সব মিলিয়ে ফিউচার গ্রুপের ১৭০০ টি দোকানের মালিকানা বদলে যাবে। এর পাশাপাশি ফিউচার গ্রুপের সঙ্গে যা চুক্তি রয়েছে, তা রিলায়েন্সের সঙ্গে হয়ে যাবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ফিউচর গ্রুপের প্রচুর ঋণ রয়েছে। সেই ঋণের জেরেই ফিউচার গ্রুপের মালিকানা বদল হচ্ছে। তবে এই বিষয়ে রিলায়েন্সের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ফিউচার গ্রুপের তরফে কোনও সত্যতা স্বীকার করেনি। সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য মিন্ট তাদের প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছেন।