দাদাকে মুক্তি দিন, কাঁদতে কাঁদতে সুপ্রিম কোর্টে আর্জি ওমর বোন সারার

দাদাকে মুক্তি দিন, কাঁদতে কাঁদতে সুপ্রিম কোর্টে আর্জি ওমর বোন সারার

নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তকে চ্যালঞ্জ করলে মামলা দায়ের করলেন ওমর আব্দুল্লাহর বোন সারা আবদুল্লাহ৷ গত বছর ৩৭০ ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে৷ ভূস্বর্গের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে বাসভবনে বন্দি করে রাখেছে কেন্দ্র৷ এই ঘটনার পর ইতিমধ্যে ৬ মাস সময় অতিক্রান্ত৷ কিন্তু বন্দি থাকার সেই নির্দেশের কোনও হেরফের হয়নি৷ বরং নানা অজুহাতে বৃদ্ধি পাচ্ছে বন্দিদশার মেয়াদ৷

জন সুরক্ষা আইন আরোপ করে গৃহবন্দি করে রাখা হয় ওমর আবদুল্লাহকে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেজ্ঞ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দরজায় কড়া নাড়লেন বোন সারা আবদুল্লাহ৷  তাঁর হয়ে এই মামলার শুনানি করছেন কপিল সিব্বাল৷ সারা আবদুল্লাহের অভিযোগে. সুপ্রিম কোর্টকে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রবর্তিত যে কোনো আইন এবং কার্যকলাপের সম্পর্কে পৃথক মতামত প্রকাশের গণতান্ত্রিক অধিকার দেশের সকল নাগরিকের অধিকার৷ ওমর আবদুল্লাহ বিরুদ্ধে বিজেপি সরকার যেসমস্ত অভিযোগ এনেছে তা এখনও প্রমাণ হয়নি৷ সুতরাং ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পদমর্যাদার কোনও সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্বকে নির্দিষ্ট পরিসরের বেশি সময় গৃহবন্দি করে রাখা যায় না৷ এই জানাতে গিয়ে কেঁদে ফেলেন তিনি৷ দয়া করে দাদাকে মুক্তি দিন, সুপ্রিম কোর্ট আর্জি জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *