জানুয়ারি মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 7। প্রথম তিন সপ্তাহে ১০ লক্ষের বেশি Redmi Note 7 বিক্রি হয়েছে প্রতিবেশী দেশে। বহুদিন ধরেই ভারতের ফোন লঞ্চ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ভারতে নতুন বছরের সব থেকে বেশি চর্চিত ফোনের লঞ্চ এর দিন ঘোষণা করল চিনের কোম্পানিটি। Xiaomi জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Redmi Note 7।
বৃহস্পতিবার এক টুইটার পোস্টে ভারতে Redmi Note 7 লঞ্চের খবর প্রকাশিত হয়েছে। Xiaomi অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশিত এক পোস্টারে জানানো হয়েছে ২৮ ফেব্রুয়ারি ভারতে ইভেন্টে লঞ্চ হবে Redmi Note 7। সম্প্রতি Gadgets 360 কে দেওয়া এক সাক্ষাৎকারে শিঘ্রই ভারতে Redmi Note 7 লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন।