জঙ্গি হামলার আশঙ্কা, কলকাতা-সহ ৪ শহরে জারি রেড অ্যালার্ট

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুকে মাথায় রেখে দেশে জঙ্গি হামলার আশঙ্কায় কলকাতা-সহ ৪ শহরে জারি রেড অ্যালার্ট৷ আজ থেকে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত দেশের ১৯টি বিমানবন্দর জারি রেড অ্যালার্ট৷ দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ইম্ফল, চেন্নাই, আমৃৎসর, তিরুবনন্তপুরম, রায়পুর, জয়পুর, শ্রীনগর, পাটনা, গুয়াহাটি, দেরাদুন, আমদাবাদ-সহ ১৯টি বিমানবন্দর নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ বিমানবন্দরের বাইরে এক কিলোমিটার আগে থেকে

জঙ্গি হামলার আশঙ্কা, কলকাতা-সহ ৪ শহরে জারি রেড অ্যালার্ট

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুকে মাথায় রেখে দেশে জঙ্গি হামলার আশঙ্কায় কলকাতা-সহ ৪ শহরে জারি রেড অ্যালার্ট৷ আজ থেকে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত দেশের ১৯টি বিমানবন্দর জারি রেড অ্যালার্ট৷

দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ইম্ফল, চেন্নাই, আমৃৎসর, তিরুবনন্তপুরম, রায়পুর, জয়পুর, শ্রীনগর, পাটনা, গুয়াহাটি, দেরাদুন, আমদাবাদ-সহ ১৯টি বিমানবন্দর নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ বিমানবন্দরের বাইরে এক কিলোমিটার আগে থেকে নাকা চেকিং করা হচ্ছে৷ সমস্ত যানবাহণ চেকিং করার নির্দেশ দেওয়া হয়েছে৷

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর দেশের স্বাধীনতা দিবসে যাতে কোনও রকম বিপত্তি বা অপৃতিকর পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =