সোনার দামে রেকর্ড, পাল্লা দিচ্ছে রুপোও

সোনার দামে রেকর্ড, পাল্লা দিচ্ছে রুপোও

নয়াদিল্লি: মাস পড়তেই রেকর্ড গড়ল সোনা৷ আগেকার যাবতীয় রেকর্ড চুরমার করে বুধবার ভারতের বাজারে খাঁটি সোনার (২৪ ক্যারাট) দাম সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ শিখরে পৌঁছল৷ এদিন বাজার খুলতেই ১০ গ্রাম সোনার দাম পৌঁছয় ৪৮,৯৮০ টাকায়৷ গত আট বছরের এটাই সোনার সর্বোচ্চ দাম৷ এদিন এক ধাক্কায় দাম বেড়ে যায় ৪৪১ টাকা৷ পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও৷ 

জুন মাসে তিনবার রেকর্ড বৃদ্ধি পেয়েছিল সোনার দাম৷ কিন্তু বুধবার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল সোনা৷ সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও৷ এদিন ভারতে কেজি প্রতি রুপোর দাম বাড়ে ১,১১৬ টাকা৷ বুধবার রুপোর দর ছিল ৪৯,৭১৬ টাকা৷ 

বেড়েছে ২৩ ক্যারাট সোনার দরও৷ ২৩ ক্যারাট সোনার দাম পৌঁছেছে ৪৮,৭৮৪ টাকা৷ এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম সোনায় বেড়েছে ৪১৯ টাকা৷ ২২ ক্যারাট সোনার দামও বেড়েছে৷ প্রতি ১০ গ্রামে ৩৮৬ টাকা বেড়ে ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ৪৪,৮৬৬ টাকা৷   

সোনার দামে এই রেকর্ড বৃদ্ধির জেরে ধাক্কা খাচ্ছে খুচরো ব্যবসা৷ ভারত সোনার দ্বিতীয় বৃহত্তম গ্রাহক হলেও, দাম বাড়ায় কমেছে খুচরো চাহিদা৷ মুম্বইয়ের এক ব্যাংক ডিলার বলেন, ‘‘খুচরো চাহিদা এখন একেবারেই নগন্য৷ দাম কমার প্রত্যাশায় কেনাকাটি স্থগিত রাখছেন ক্রেতারা৷’’ 

কোভিড পরিস্থিতিতে টানা লকডাউনের জেরে বন্ধ ছিল দোকানপাট৷ স্থগিত হয়ে যায় আন্তর্জাতিক উড়ান৷ যার জেরে গত মে মাসে সোনার আমদানি ৯৯ শতাংশ হ্রাস পেয়েছিল৷ 

দিল্লির এঞ্জেল ব্রোকিং সংস্থার সহ-সভাপতি অনুজ গুপ্তা বলেন, করোনা সংক্রমণের জেরে চলতি অর্থবর্ষে ৪.৯ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস করেছে আইএমএফ। এর জেরে বাজারের গতি মন্থর হয়ে পড়েছে। 
পাশাপাশি, করোনা পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে পড়েছে মানুষের রোজগার৷ ধুঁকছে অর্থনীতি৷ এই অবস্থায় গয়নার পরিবর্তে মিউচুয়াল ফান্ডের সুবাদে সোনায় বিনিয়োগের হার অনেকটাই বেড়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে সোনার দামে উল্লোখযোগ্য পতনের সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ যার ফলে মার খাচ্ছে সোনার ব্যবসা৷ 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =