বিপুল বৃদ্ধি সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার! মোদী জমানায় রেকর্ড

বিপুল বৃদ্ধি সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার! মোদী জমানায় রেকর্ড

নয়াদিল্লি: বিজেপি ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী একাধিকবার দাবি করেছিলেন যে দেশকে দুর্নীতি মুক্ত করবেন। সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত যত কালো টাকা আছে সব দেশে ফেরত আনবেন তিনি। এখন মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কেটে গিয়েছে প্রায় ৮ বছর। সুইস ব্যাঙ্কের কালো টাকা ফেরত আনা তো দূর, নয়া রেকর্ড তৈরি হয়েছে সেখানে। মোদীর জমানাতেই সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণে সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। এক বছরে বৃদ্ধি হয়েছে ৫০ শতাংশ! চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসতেই বিরোধীদের হইচই শুরু হয়েছে।

আরও পড়ুন: মধ্যবিত্তের হেঁসেলে বড়সড় স্বস্তি, দাম কমছে ভোজ্য তেলের

তথ্য বলছে, ২০২০ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয় ব্যক্তি ও সংস্থাগুলির মোট আমানতের পরিমাণ ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৭০০ কোটি টাকা। ২০২১ সালে সেই পরিমাণ হয়েছে ভারতীয় মুদ্রায় ৩০ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ একলাফে তা বছর খানেকের মধ্যে বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত ১৪ বছরের মধ্যে এটি একটি রেকর্ড বটে। এই পরিমাণ টাকা হল সর্বোচ্চ। তাই স্বাভাবিকভাবেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকারের কাজ নিয়ে এবং তাদের দক্ষতা নিয়ে।

ক্ষমতায় এসে যে টাকা ফেরত আনার কথা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী, সেই টাকার শিকি ভাগও আসেনি দেশে। তার ওপর এই অবাঞ্ছিত রেকর্ড বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলেছে। কারণ এও জানা গিয়েছে, গত সাত বছরে ফান্ড, বন্ড মিলিয়ে সবথেকে বেশি টাকা জমা পড়েছে সুইস ব্যাঙ্কে। অর্থাৎ মোদী জমানাতেই। সেই অর্থের পরিমাণ প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 16 =