নতুন রেকর্ড আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায়! যদিও করোনা মুক্ত প্রায় ১.৫ কোটি

নতুন রেকর্ড আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যায়! যদিও করোনা মুক্ত প্রায় ১.৫ কোটি

3fa158a607d87b3966597981bd0168f0

নয়াদিল্লি: গতকাল দিনপ্রতি সংক্রমণ কিঞ্চিৎ কমেছিল আর তাতেই একটু আশা জেগেছিল দেশবাসীর মনে। কিন্তু একদিনের মধ্যেই চিত্রটা আবার আগের মত আশঙ্কাজনক হয়ে গেল। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যায় ফের নতুন রেকর্ড গড়ল ভারত। একদিনে মৃত্যু হল ৩০০০ জনের বেশি মানুষের যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩ লক্ষ ৬০ হাজার।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন এবং একই সময় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের! এই সঙ্গে দেশের মোট করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল দুই লক্ষ। পরিসংখ্যান বলছে, বিশ্বে আমেরিকা, ব্রাজিল এবং মেক্সিকোর পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে আমাদের দেশ, ভারত। দিনপ্রতি সংক্রমণ এবং মৃত্যুর হার ক্রমশ বেড়ে চলেছে দেশে। কিছুদিন আগে পর্যন্ত দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা ৪০০-র নিচে ছিল। আর এখন সেই সংখ্যা পৌঁছে যাচ্ছে প্রায় ৪০০০-এ! অবশ্যই এই সংখ্যা আতঙ্ক বাড়াচ্ছে সকলের মনে। তবে এর ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে, ইতিমধ্যেই দেশে করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় দেড় কোটি মানুষ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ১৮৭ জন। 

এদিকে, মঙ্গলবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজারেরও বেশি মানুষ। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার করোনা আক্রান্ত। অন্যদিকে, গতকাল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের। এরই মধ্যে আরও ভয়াবহ তথ্য দিয়েছে আইআইটির গবেষকরা। দাবি করা হচ্ছে,  মে মাসের ৪ থেকে ৮ তারিখ নাগাদ সংক্রমণ পিক-এ পৌঁছবে! অতএব, আশঙ্কার যে এখানেই শেষ নয়, তা পরিষ্কার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *