এবার রিয়েল টাইমে চলবে ট্রেন, নতুন অ্যাপের ভাবনা রেলের

এবার রিয়েল টাইমে চলবে ট্রেন, নতুন অ্যাপের ভাবনা রেলের

নয়াদিল্লি: আপাতত করোনার কোপে বন্ধ গোটা দেশের লাইফলাইন ট্রেন পরিষেবা। কিন্তু খুব শীঘ্রই তা চালু হতে পারে বলে আভাস দিচ্ছে রেল কর্তৃপক্ষ। তবে নিউ নর্মাল আবহে যে রেল সেই হাওয়া থেকে দূরে থাকবে না তা বলাই বাহুল্য। যাত্রীদের কাছে বরাবরই নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে পরিষেবায় নতুন নতুন সংযোজন ঘটিয়ে এসেছে ভারতীয় রেল।

করোনার পরবর্তী সময়ে পরিষেবাকে আরও স্মার্ট করতে এক নতুন অ্যাপের ভাবনা রয়েছে ভারতীয় রেলের। একেই স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে চড়তে হবে যাত্রীদের, তার ওপর যদি ট্রেনের সময় নিয়ে তারা উদ্বিগ্ন হন তাহলে চাপ বাড়বে। সেই কমাতেই এই অ্যাপের ভাবনা রেলের। রেলযাত্রার ঝক্কি কমাতে এই অযাপের মাধ্যমে প্রতিটি ট্রেনের রিয়েল টাইম গতিবিধি জানতে পারবেন যাত্রীরা।

লকডাউনের আগে থেকেই এই অ্যাপ তৈরির কাজ করছিল রেল। কী ভাবে কাজ করে এই অ্যাপ?  রেলের তথ্য বলছে, কোনও নির্দিষ্ট স্টেশন থেকে কোনদিকে, কখন, কোন ট্রেন ছাড়বে দেখাবে এই অ্যাপ। কোন ট্রেন এই মুহূর্তে কোথায় আছে, জানা যাবে তা-ও। কোন ট্রেন কত দেরিতে চলছে দেখিয়ে দেবে অ্যাপ। আগে ভারতীয় রেলের একটি অ্যাপের মাধ্যমে এই কাজ চালানো হত। কিন্তু সেই অয্পের চেয়েও বেশি আধুনিক হবে রেলের এই নতুন অ্যাপ বলে দাবি কর্তৃপক্ষের। এই নতুন অ্যাপে একেবারে 'রিয়েল টাইম' তথ্য পাওয়া যাবে।

প্রত্যেক ট্রেনে লাগানো জিপিএসের মাধ্যমে তথ্য উঠে আসবে অ্যাপে। ট্রেনে যেতে যেতেও এই অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারা যাবে ট্রেনের যাবতীয় গতিবিধি। ফলে স্টেশনে ট্করেনের আসার অপেক্ষায় বারবার ট্র্যাকে চোখও রাখার প্রয়োজন হবে না কিংবা ছুটে যেতে হবে না অনুসন্ধানে। চাইলেই বসে বসে মুঠোফোনে চোখ বুলোলেই পাওয়া যাবে রেলের রিয়েল টাইম গতিবিধি। এই অ্যাপ যাত্রীদের দারুন সুবিধে করে দেবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =