এবার আরও সস্তা Vodafone-এর নয়া রিচার্জ প্ল্যান, পড়ুন বিস্তারিত

এবার আরও সস্তা Vodafone-এর নয়া রিচার্জ প্ল্যান, পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: গ্রাহকদের জন্য নয়া প্রিপেড রিচার্জ প্ল্যান বাজারে আনল ভোডাফোন৷ ৫৫৫ টাকার পুরানো প্ল্যানের দাম কমিয়ে নয়া ঘোষণা এই টেলিকম সংস্থার৷

সংস্থার তরফে জানানো হয়েছে, ৫৫৫ টাকার যে প্ল্যান ছিল, তা বদল করে ৪৯৯ টাকা করা হয়েছে৷ নতুন রিচার্জ প্ল্যানে দিনে ১.৫ জিবি ডেটা পওয়া যাবে৷ ১০০টি এসএসএসও মিলবে৷ ৭০ দিনের জন্য আনলিমিটেড ফোন করার সুবিধা পাবেন গ্রাহকরা৷ এই স্কিমে গ্রাহকরা বিনামূল্যে ভোডাফোন প্লে ও জি৫-এর সদস্যপদ পাবেন৷ আগের ৫৫৫ টাকার প্রিপেড প্ল্যানের সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে নয়া ৪৯৯ টাকার প্ল্যানে৷ একই সঙ্গে বাড়ানো হয়েছে মেয়াদ৷ নয়া স্কিমে ৭০ দিনের পরিবর্তে ৭৭ দিন পর্যন্ত করা হয়েছে৷

রিলায়েন্স জিওকে টক্কর দিতে এর আগে ৫৫৫ টাকার প্ল্যান বাজারে আনে ভোডাফোন৷ ওই একই প্ল্যান রয়েছে জিও’র৷ জিও’র ৫৫৫ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যায়৷ জিও থেকে নন-জিও কলের ক্ষেত্রে ৩ হাজার মিনিট কথা বলার সুবিধা রয়েছে৷ এবার একধাক্কায় ৫৬ টাকা কমিয়ে চয়া চমক ভোডাফোনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =