প্রতিবাদই সার, ব্যাঙ্ক বেসরকারিকরণ হবেই! সাফ জানালেন RBI কর্তা

নানা মহলে নানা বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রের এই সিদ্ধান্ত বলবৎ থাকছে

3 stocks recomended

নয়াদিল্লি: প্রায় দু-মাস আগে চলতি অর্থবছরের বাজেট পেশ করেছেন সংসদীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। মোদী সরকারের আমলে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের যা হিরিক শুরু হয়েছে, বাজেটে তাকেই আরো জোরদার করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন খুব শিগগিরই শুরু হবে ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রক্রিয়া। দেশ জুড়ে নানা মহলের বিরোধিতার মাঝে এ নিয়ে এবার মুখ খুললেন রিজার্ভ ব্যাঙ্কের কর্মকর্তা। 

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ হবেই, এদিন এমনটাই জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। বৃহস্পতিবার একটি ইকনমিক কনক্লেভে একথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে কেন্দ্র সরকারের কথাবার্তা চলছে, এবং খুব শিগগিরই এই সরকারি সিদ্ধান্ত কার্যকর করা হবে, জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “কীভাবে বেসরকারিকরণ করা হবে সেই প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে আপাতত আলোচনা চলছে।” ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে দেশ জুড়ে বাড়তে থাকা ক্ষোভের মাঝে আরবিআই কর্তার এহেন বক্তব্য প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে নানা মহলে।

আরও পড়ুন- করোনার পর প্রথম বিদেশ সফর! বাংলাদেশে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

অবশ্য বেসরকারি হাতে চলে গেলেও ব্যাঙ্কিং ব্যবস্থার কোনো ক্ষতি হবে না, আশ্বাস দিয়েছেন শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, “ব্যাঙ্কের আর্থিক শক্তি, তহবিল এবং বিধিনিয়ম শক্তপোক্ত করাই রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য।” গত কয়েক মাস ধরে কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের তরফ থেকেও আসছে এই একই সুরে আশ্বাস। অর্থমন্ত্রী নির্মলা সিতারামনও বলেছেন, গ্রাহক ও ব্যাঙ্ককর্মীদের উপর বেসরকারিকরণ কোনও প্রভাব ফেলবে না। কারও কোনও ক্ষতিই হবে না। কিন্তু কর্তৃপক্ষের এই আশ্বাসে কতটা নিশ্চয়তা পাচ্ছেন গ্রাহক কিংবা কর্মচারীরা? উঠছে প্রশ্ন। 

উল্লেখ্য, সম্প্রতি ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘটে সামিল হয়েছিলেন কর্মচারীরা। মূলত এক চরম আর্থিক তথা সাংগঠনিক অনিশ্চয়তার বশেই এই প্রতিবাদ করা হচ্ছে। তবে তা সত্ত্বেও যে কেন্দ্র সরকারের এই নীতি বলবৎ হবেই, শক্তিকান্ত দাসের কথা থেকেই তা পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =