মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন? বড় ঘোষণা RBI-এর, ৫০ হাজার কোটির সাহায্য

করোনার কোপ পড়েছে ঋণ বাজারেও৷ ধুঁকছে মিউচুয়াল ফান্ড সংস্থগুলি৷ নগদ অর্থের অভাবে ইতিমধ্যেই ৬টি ঋণ প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঙ্কলিন টেম্পলটনের মতো সংস্থা৷ এই অবস্থায় মিউচুয়াল ফান্ডগুলির চাপ কমাতে ৫০ হাজার কোটি টাকার বিশেষ রক্ষাকবচ ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ বাজারে নগদের জোগান বাড়াতেই এই পদক্ষেপ৷ 

নয়াদিল্লি: করোনার কোপ পড়েছে ঋণ বাজারেও৷ ধুঁকছে মিউচুয়াল ফান্ড সংস্থগুলি৷ নগদ অর্থের অভাবে ইতিমধ্যেই ৬টি ঋণ প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঙ্কলিন টেম্পলটনের মতো সংস্থা৷ এই অবস্থায় মিউচুয়াল ফান্ডগুলির চাপ কমাতে ৫০ হাজার কোটি টাকার বিশেষ রক্ষাকবচ ঘোষণা করল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)৷ বাজারে নগদের জোগান বাড়াতেই এই পদক্ষেপ৷

হঠাৎ করে ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের ৬টি ঋণ তহবিল বন্ধের ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলিও এই পথে পা বাড়াতে পারে বলে উদ্বেগ বাড়তে থাকে৷ সেই উদ্বেগ কমাতেই সোমবার মিউচুয়াল ফান্ডগুলির জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করল আরবিআই৷ আরবিআই-এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ‘মূলধন বাজারে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে’ এবং ‘মিউচুয়াল ফান্ডগুলিতে নগদ অর্থের অভাব দেখা দিয়েছে৷’’   আরবিআই আরও বলেছে, ‘‘মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা টাকা উঠে আসবে কিনা এই আশঙ্কায় বেশ কিছু সংস্থা লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে৷ এর ফলে দেশে লিকুইড মানির চাপ আরও তীব্র হয়েছে।’’  তবে, এই লিকুইড মানির চাপ কিছু উচ্চপর্যায়ের ঝুঁকি সম্পন্ন  মিউচুয়াল ফান্ডের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে জানানো হয়েছে৷ 

আরবিআই-এর এই নয়া প্রকল্প অনুযায়ী আগামী ৯০ দিন রেপো রেট অপরিবর্তিত রাখা হবে৷ ব্যাঙ্কগুলি চাইলে ফান্ডিংয়ের জন্য আবেদন করতে পারে৷ সোম থেকে শুক্র যে কোনও দিন এই আবেদন করা যাবে৷ আজ, সোমবার থেকেই এই প্রকল্প কার্যকর হবে৷ আরবিআই আরও জানিয়েছে, করোনা সংক্রমণ রুখতে লকডাউনের জেরে তৈরি হওয়া কঠিন আর্থিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে৷ বিভিন্ন আর্থিক ক্ষেত্রে চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

আরবিআই-এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷  তিনি ট্যুইট করে বলেন, ‘‘মিউচুয়াল ফান্ডের জন্য রিজার্ভ ব্যাঙ্কের ৫০ হাজার কোটি টাকার স্পেশাল লিকুইডিটি ফেসিলিটির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি৷ আমার ভালো লাগছে এটা জেনে যে, দুদিন আগে বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল, সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে আরবিআই দ্রুত পদক্ষেপ করেছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =