লম্বা লাইন আর নয়, ডাক বিভাগের মাধ্যমে এবার ২০০০ টাকার নোট জমা দিন, পরামর্শ RBI-এর

কলকাতা: দু’হাজার টাকার নোট এখনও জমা করেননি? নোট বদলে নেওয়ার সুযোগ এখনও কিন্তু রয়েছে৷ যাঁরা এখনও দু’হাজার টাকার নোট বদল করেননি, তাঁদের যেতে হবে রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিসে। দেশের ১৯টি আঞ্চলিক অফিসে নোট জমা নেওয়া বা বদলের কাজ হচ্ছ৷ টাকা জমা বা বদল করতে ভিড় বাড়ছে আরবিআই-এর কাউন্টারগুলিতে৷ একই ছবি কলকাতাতেও৷ ডালহৌসিতে নেতাজি সুভাষ রোডে আরবিআই অফিসে গত ক’দিন ধরেই লম্ব লাইন। এমতাবস্থায় রিজার্ভ ব্যাঙ্কের পরামর্শ, টাকা বদলের জন্য আরবিআই শাখায় আসার দরকার নেই। এর জন্য ভারতীয় ডাক বিভাগের সাহায্য নিন। কিন্তু কীভাবে?
দেশের যে কোনও পোস্ট অফিস থেকে সরাসরি টাকা পাঠানো যাচ্ছে আরবিআই-এর কাছে। কেনও ব্যক্তি চাইলে পোস্ট অফিসে গিয়ে তাঁর কাছে গচ্ছিত দু’হাজার টাকার নোট সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। এর জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে৷ যেটি পাওয়া যাচ্ছে আরবিআই-এর ওয়েবসাইটে। সেটি ডাউনলোড করে ফিলআপ করে নিন৷ এর পর তার সঙ্গে দু’হাজার টাকার নোট ডাক মারফত পাঠিয়ে দিন আরবিআই-এ। যিনি যে এলাকার বাসিন্দা, তিনি সেই অঞ্চলের রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিসের ঠিকানায় টাকা পাঠাবেন। শেষে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিজার্ভ ব্যাঙ্কই সেই টাকা জমা করে দেবে৷