লাদাখ পরিস্থিতির ফায়দা নিলে বিরাট ক্ষতি হবে পাকিস্তানের, হুঁশিয়ারি রাওয়াতের

লাদাখ পরিস্থিতির ফায়দা নিলে বিরাট ক্ষতি হবে পাকিস্তানের, হুঁশিয়ারি রাওয়াতের

 

নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিন সম্পর্কের টানাপোড়েনের সুযোগ নেওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের সুযোগ নিয়ে ভারতের বিরুদ্ধে কোনও হঠকারী পদক্ষেপ করতে গেলে পাকিস্তানের ‘বিরাট ক্ষতি’ হবে বলে কড়া হুঁয়ারি দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ তিনি বলেন, সীমান্ত পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্টা করলে ‘কড়া মাশুল’ গুণতে হবে ইসলামাবাদকে৷ সেই সঙ্গে জানিয়ে দিলেন, এহেন পরিস্থিতি মোকাবিলার জন্য  প্রস্তুত রয়েছে ভারত৷ 

আরও পড়ুন- উত্তপ্ত LAC-র পরিস্থিতি, তৈরি আছে ভারতীয় সেনা: সেনাপ্রধান নারাভানে

 

ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ ফোরামে মতামত বিনিময়ের সেশনে জেনারেল রাওয়াত বলেন, ‘‘উত্তর সীমান্তে কোনও সমস্যা তৈরি হলে, তার ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে পাকিস্তান৷ আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে৷ পাক মিশনকে ব্যর্থ করতেই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ তৈরি রয়েছে রণনীতি৷ শুধু তাই নয়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে আগ্রাসন নীতি নিলে, উল্টে তাদেরকেই চরম ক্ষতির সম্মুখীন হতে হবে৷’’ সামগ্রিক ভাবে ভারতের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সে প্রসঙ্গে সিডিএস বলেন, পরমাণু থেকে শুরু করে সাব-কনভেনশনাল অর্থাৎ প্রচলিত-সম্ভাব্য সংঘাতের সবচেয়ে জটিল ও চ্যালেঞ্জের সামনে রয়েছে ভারত। তবে সশস্ত্র বাহিনী তার মোকাবিলায় তৈরি। 

 

পাকিস্তান কীভাবে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিচ্ছে সে বিষয়েও বিস্তারিত জানান তিনি। জেনারেল রাওয়াত বলেন, পাকিস্তানের সঙ্গে চিনের গোপন আঁতাত রয়েছে৷ সে কারণেই পাক অধিকৃত কাশ্মীরের উন্নয়নে টাকা ঢালছে চিন৷ 

আরও পড়ুুন- BREAKING: পরীক্ষা মামলায় বড় ধাক্কা, বাংলা-সহ ৬ রাজ্যের আবেদন খারিজ!

 

এদিকে, লাদাখ সীমান্তে গত শনিবার প্যাংগং লেকের দক্ষিণে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা৷ উস্কানিমূলক সামরিক পদক্ষেপ করা লাল ফৌজ৷ দু’দিন পর ফের ভারতের নিয়ন্ত্রণাধীন চুমারে ঢোকার চেষ্টা করে পিএলএ৷ তাদের সেই চেষ্টা ভেস্তে দেয় ভারতীয় বাহিনী৷ এই উত্তেজনার মাধেই দু’দিন লাদাখ সফরে গিয়েছেন সেনাপ্রধান এমএম নারাভানে৷ সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − four =