একঘণ্টার বেশি রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রাখার অভিযোগ

একঘণ্টার বেশি রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ রাখার অভিযোগ

নয়াদিল্লি: প্রায় ১ ঘণ্টার বেশি সময় ধরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে রাখার অভিযোগ উঠল টুইটারের বিরূদ্ধে। যদিও রবিশংকরের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ তুলেছে টুইটার কর্তৃপক্ষ৷ আর সেজন্য কিছুক্ষণের জন্য তাঁর অ্যাকাউন্ট ব্লক করে দেয় টুইটার। নয়া ডিজিটাল আইন নিয়ে টুইটারের সঙ্গে কেন্দ্রের সঙ্ঘাতের মধ্যেই এই ঘটনা ঘটল৷

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেন, টেলিভিশন বিতর্কের ভিডিও পোস্ট করায় কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে বলে টুইটার তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি। তিনি জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন লঙ্ঘিত হয়েছে৷’ সেজন্যই তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়৷ আমজনতা মন্ত্রীর অ্যাকাউন্টটি দেখতে পেলেও, টুইটার কর্তৃপক্ষ ব্যবহারকারীকে কোনও ভাবেই অ্যাকাউন্টটি লগ-ইন করতে দেয়নি৷ পরে টুইট করে অ্যাকাউন্ট বন্ধ করার সমস্ত নোটিশ শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী। রবিশঙ্কর প্রসাদের টুইটার ফিডে এরর মেসেজে বলা হয়, তাঁর অ্যাকাউন্টে পোস্ট করা বিষয়বস্তুর বিরুদ্ধে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট লঙ্ঘিত হওয়ার অভিযোগ পেয়ে অ্যাকাউন্টটি ব্লক করে দেয় টুইটার সংস্থা। এছাড়াও মন্ত্রীকে সংস্থার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এদিনের পর এই জাতীয় অভিযোগ আবার এলে, তাঁর অ্যাকাউন্টটি পুনরায় ব্লক করা হবে৷ প্রয়োজনে সাসপেন্ডও করা হতে পারে। এই সতর্কতা জারি করার প্রায় এক ঘণ্টা পর ফের অ্যাকাউন্টটি খুলে দেওয়া হয়।

তবে টুইটার অ্যাকাউন্টটি খুলতে না পারায় মাইক্রোব্লগিং সাইট কু-এ রবি শঙ্কর প্রসাদ লেখেন, ‘একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমেরিকার ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইন লঙ্খন করার অভিযোগে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে আমার টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছিল টুইটার সংস্থা। যদিও কিছুক্ষণের মধ্যেই তা পুনরায় খুলে দেয় সংস্থা।’ তিনি আরও বলেন, টুইটারের এহেন পদক্ষেপ ভারতের তথ্য প্রযুক্তি আইন ২০২১-এর বিধি লঙ্ঘন করেছে। আইন অনুযায়ী, তাঁর নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস বন্ধ করতে হলে, আগে টুইটারকে নোটিশ দিয়ে তাঁকে জানাতে হত।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *