১৯ বছর আগে KBC-র কোটিপতি সেই মেধাবী কিশোর এখন IPS অফিসার!

১৯ বছর আগে KBC-র কোটিপতি সেই মেধাবী কিশোর এখন IPS অফিসার!

জয়পুর:  আজ থেকে ১৯ বছর আগে জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রৌড়পতির সেই ছোট্ট ছেলেটির কথা মনে আছে? যে কিনা সেদিন ১৫ টি প্রশ্নেরই সঠিক জবাব দিয়ে জিতে নিয়েছিল ১ কোটি টাকা৷ যাঁর মেধায় চমকে গিয়েছিলেন খোদ বিগ-বি৷ 

হ্যাঁ, ঠিকই ধরেছেন৷ রাজস্থানের আলওয়ারের রবি মোহন সাইনির কথাই বলছি৷ জুনিয়র কেবিসি’র সেটে বাজি মাত করা ১৪ বছরের সেই বালকের কাহিনী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ কঠোর পরিশ্রম আর প্রচেষ্টার জেরে রবি মোহন আজ পোরবন্দরের এসপি৷ 

প্রায় দুই দশক পর ফের খবরের শিরোনামে রবি মোহন সাইনি৷ তাঁর বেশি কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ২০০১ সালে জুনিয়র কেবিসি সম্প্রচারিত হওয়ার পর সারা দেশবাসীর মনে দাগ কেটেছিল তাঁর প্রতিভা৷ ১৫টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে সে জিতেছিল এক কোটি টাকা৷ তখন রবি দশম শ্রেণির ছাত্র৷ ১৯ বছর পর রবি এখন গুজরাতের পোরবন্দরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ৷ এখন তাঁর বয়স ৩৩ বছর৷ এত বছর পর আরও একবার সেদিনের ১৪ বছরের বালকের কেবিসির কাহিনি চোখের সামনে ভেসে উঠছে৷ দুর্বার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

রবি একবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই শো’য়ের চার বছর পর পুরস্কারের টাকা হাতে পেয়েছিলেন তিনি৷ কারণ কেবিসি’র নিয়ম অনুযায়ী ১৮ বছর না হলে প্রতিযোগীর হাতে টাকা তুলে দেওয়া হয় না৷ কর কাটার পর তিনি পেয়েছিলেন প্রায় ৬৯ লক্ষ টাকা৷ সেদিনের রবি আজও বহু ছেলেমেয়ের কাছে প্রেরণা৷ তিনি জানান, স্কুল পাশ করার পর জয়পুরে মহত্মা গান্ধী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি৷ এর পর ইন্টার্নশিপ চলার সময় সিভিল সার্ভিসের জন্যেও নির্বাচিত হন তিনি৷ যোগ দেন পুলিশে৷ তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা ছিলেন নেভি অফিসার৷ বাবাই তাঁর জীবনের অনুপ্রেরণা৷ ২০১৪ সালে আইপিএস হন রবি৷ তাঁর সার্বভারতীয় ব়্যাঙ্ক ছিল ৪৬১৷ তাঁর মুখেই উঠে এসেছে কেবিসির কাহিনি৷ ২০০০ সালে শুরু হয়েছিল এই সুপারহিট শো৷ লকডাউনেও এই শোয়ের ১২ তম সিজিনের জন্য নাম নথিভুক্তের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =