নয়াদিল্লি: ইঁদুরে ক্ষতি করতে পারে স্ট্রংরুমে রাখা ভোটযন্ত্রের। আশঙ্কা প্রকাশ করেছিলেন মথুরার জোট প্রার্থী তথা আরএলডি নেতা নরেন্দ্র সিং। যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিলেন জেলাশাসক সর্বজ্ঞরাম মিশ্র।মথুরা কেন্দ্রে ভোট হয়েছে গত ১৮ এপ্রিল। ভোটযন্ত্র রাখা হয়েছে মান্ডি সমিতিতে।
এক সপ্তাহ আগে জোট প্রার্থী নরেন্দ্র সিংয়ের দাবি ছিল, স্ট্রংরুমের চারপাশ তারের জাল দিয়ে ঘিরে রাখা হোক। কারণ ভোটযন্ত্রের ক্ষতি করে দিতে পারে ইঁদুর। যদিও মান্ডি সমিতি ঘুরে দেখার পর সেই আশঙ্কা খারিজ করে দিলেন মথুরার জেলাশাসক মিশ্র। তিনি বলেন, স্ট্রংরুমে রাখা ভোটযন্ত্র নিরাপদেই রয়েছে। ইঁদুরে ক্ষতি করার সম্ভাবনা নেই। স্ট্রংরুমের নজরদারির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।