রেশনের চাল-গমে ভর্তুকিতে কোপ! প্রস্তাব অর্থনৈতিক সমীক্ষায়

রেশনের চাল-গমে ভর্তুকিতে কোপ! প্রস্তাব অর্থনৈতিক সমীক্ষায়

নয়াদিল্লি: দেশে পেট্রোপণ্যের দাম ছুঁয়েছে আকাশ। যার জেরে খাদ্যসামগ্রী বণ্টনের খরচও বেড়েছে সমানুপাতিক হারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের রেশন ব্যবস্থায় বণ্টন করা চাল, গম ও ডালশস্যের ক্রয়, বণ্টন ও পরিবহনের খরচ বৃদ্ধি পেয়েছে। আর তার জেরে অর্থনৈতিক সমীক্ষায় রেশনের সামগ্রীর দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে৷

শুক্রবার সংসদে পেশ হওয়া একটি সমীক্ষায় বলা হয়েছে, রেশন ব্যবস্থার ক্ষেত্রে বছর বছর বৃদ্ধি পেয়েছে খাদ্যসামগ্রীর দাম, বেড়েছে পরিবহন খরচ, এবং বৃদ্ধি পেয়েছে উপভোক্তাদের পরিমানও৷ এমন অবস্থায় এই দামে রেশন বিতরণ করা হলে চাপ পড়বে কেন্দ্রীয় কোষাগারে, এমনটাই মত এই সমীক্ষার।

উল্লেখ্য, ২০১৩ সালে চালু হওয়া জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী দেশের প্রতিটি রেশন উপভোক্তা ৩ টাকা কেজি দরে চাল এবং ২ টাকা কেজি দরে গম মিলিয়ে মোট ৫ কেজি শস্য কিনতে পারেন গ্রাহকরা৷ কিন্তু খাদ্যসামগ্রী বণ্টনের খরচ বৃদ্ধি পাওয়ার কারণে জাতীয় খাদ্য দপ্তরের খরচ বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে প্রতি কেজি চলে সরকারের খরচ হত ২৬ টাকা, বর্তমান অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৩৭ টাকায়। গমের ক্ষেত্রে প্রতি কেজিতে সরকারের খরচ ৮ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ টাকা।

শুক্রবার সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে  অর্থমন্ত্রক তরফে রিপোর্ট পেশ করে বলা হয়, কেন্দ্রীয় রেশন ব্যবস্থায় খাদ্যসামগ্রীর মূল্যের পুনর্বিন্যাসের প্রয়োজন আছে। যদিও দেশের একংশ অর্থনীতিবিদের মতামত, সরকারের এই দাবি সম্পূর্ন ভিত্তিহীন, কারণ তারা মনে করেন যে দেশের মানুষের প্রাণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 6 =