মুম্বই: পুরনো স্মৃতি হাতড়ে মাঝেমধ্যেই ইন্টাগ্রামে ছবি শেয়ার করেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা৷ এই ছবিগুলি বারবার মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের৷ এবার আরও একটি ছবি পোস্ট করলেন তিনি৷ আর সেটি হল ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রথমবারের মতো টেলকো প্ল্যান্ট পরিদর্শন করার ছবি৷
নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমরা মনে আছে, কলেজের ছুটিতে তখন দেশে ফিরেছিলাম৷ সেই সময়ই প্রথমবার জামশেদপুরে যাই৷ আর জি দা কোস্টা এবং জে ডি চোকসি আমাকে টেলকো প্ল্যান্ট দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। টাটা স্টিলের হয়ে কাজ শুরু করার অনেক দিন আগে এই ট্রিপে গিয়েছিলাম। সেই প্রথম জামশেদপুর শহরের সঙ্গে আমার আলাপ৷ যা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।” এই পোস্টের সঙ্গে দুটি ছবিও পোস্ট করেন তিনি৷ মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর এই পোস্টটি৷ দু’ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৪ লাখ লাইক পড়ে৷ প্রতিক্রিয়া জানান অসংখ্য মানুষ৷ বহু মানুষ এই ছবিতে হার্টের ইমোজি নিজেদের ভালোলাগা ব্যক্ত করেছেন৷
এক ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, ‘‘এই ছবি আপনার জীবনের ইতিহাসের একটা ক্ষুদ্র অংশ৷ একইসঙ্গে এটা আমাদেরও ইতিহাস৷ আবার একজন লিখেছেন, ‘‘আপনি সত্যিকারের অনুপ্রেরণা’’৷ ১৯৫৫ সাল হবে৷ সেই সময় নিউ ইর্য়কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে গ্র্যাজুয়েশন করছিলেন রতন টাটা। এরপর ১৯৫৯ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে তিনি আর্কিটেকচারের ডিগ্রি লাভ করেন। বর্তমানে টাটা গ্রুপের কর্ণধার তিনি। মাঝেমধ্যেই নিজের ইনস্টাগ্রামে ছবি ও লেখা শেয়ার করেন তিনি৷ একজন শিল্পপতি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন পশুপ্রেমীও বটে৷ কিছু দিন আগে ঘটে যাওয়া কেরলের হাতি হত্যা নিয়েও পোস্ট করেছিলেন তিনি৷