মহীরুহ পতন! প্রয়াত রতন টাটা, শোকস্তব্ধ দেশ | Ratan Tata Death

ফেরা হল না (Ratan Tata Death) মুম্বাই: মহীরুহ পতন! আশ্বাস জুগিয়েও আর ফেরা হল না। প্রয়াত রতন টাটা। না ফেরার দেশে পাড়ি দিলেন টাটা গোষ্ঠীর…

Picsart 24 10 10 01 48 57 742

ফেরা হল না (Ratan Tata Death)

মুম্বাই: মহীরুহ পতন! আশ্বাস জুগিয়েও আর ফেরা হল না। প্রয়াত রতন টাটা।

না ফেরার দেশে পাড়ি দিলেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। বুধবার রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Ratan Tata Death

শেষ নিঃশ্বাস ত্যাগ (Ratan Tata Passed Away)

বয়সের ভারে চেহারা যত ন্যুব্জ হচ্ছিল, রতন টাটাকে নিয়ে ততই দীর্ঘশ্বাস ফেলছিলেন অনুরাগীরা। তাই গত সোমবার সকালে তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। সেই সময় নিজেই সকলকে আশ্বস্ত করেন রতন টাটা। জানান, বার্ধক্যজনিত কারণে, সেই সংক্রান্ত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেকআপ করাতে পৌঁছেছেন তিনি। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এতে হাঁফ ছেড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু কিন্তু বুধবার সন্ধের পর থেকেই বোঝা যায়, পরিস্থিতি খুব একটা ভাল নয়। উদ্বেগ, আশঙ্কা বাড়ছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্য প্রমাণিত হল। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় শিল্পজগতের উজ্জ্বলতম নক্ষত্র রতন টাটা। টুইটে তাঁর মৃত্যুর খবর জানান শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা।

Ratan Tata Passed Away

তাঁকে দত্তক নেয় (Ratan Tata Dies at 86)

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। বাবা নভল টাটার জন্ম গুজরাতের সুরতে। পরে টাটা পরিবার তাঁকে দত্তক নেয়। রতন টাটার মা সুনি টাটা আবার সরাসরি ভাবে জামশেদজি টাটার পরিবারের অংশ। রতন টাটার পিতামহ হরমসজি টাটা জন্মসূত্রেই ওই পরিবারের সদস্য। রতন টাটার যখন ১০ বছর বয়স, সেই সময় তাঁর মা-বাবা আলাদা হয়ে যান। রতন টাটার নিজের এক ভাইও রয়েছেন, জিমি টাটা। সৎভাই নোয়েল টাটা। নভল টাটা দ্বিতীয় বার বিয়ে করেন সিমোন টাটাকে। নোয়েল তাঁদেরই সন্তান। মৃত্যুর সময় রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এইজন্য নিয়মিত চেকআপেও থাকতে হত তাঁকে।

Ratan Tata Dies at 86

ওই খবরটা ভুল? (Extraordinary Human)

বস্তুত, টাটা গোষ্ঠীর প্রধান কর্ণধারের প্রয়াণে গভীর শোক শিল্প মহলে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Extraordinary Human

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

Extraordinary Human

প্রসঙ্গত, গত সোমবারের খবর অনুযায়ী, রতন টাটাকে রাত সাড়ে ১২টা থেকে ১ টার মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এও প্রকাশিত হয়েছিল, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহরুখ আস্পি গোলওয়ালার তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল। কিন্তু প্রশ্ন হল রতন টাটা নিজেই ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করে কেন জানিয়েছিলেন, ওই খবরটা ভুল? সূত্রের খবর, শেষ মুহূর্ত পর্যন্ত রতন টাটা চাননি তাঁর অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়ুক। সেক্ষেত্রে টাটা গোষ্ঠীর একাধিক সংস্থায় কর্মীদের কাজে প্রভাব পড়তে পারে বলে ঘনিষ্ঠ মহলে উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি।

Extraordinary Human

আরও পড়ুন..

অসুস্থ রতন টাটা! কেমন আছেন শিল্পপতি?

NationalRatan Tata Death : Ratan Tata, former Chairman of Tata Sons, passes away at 86. Learn about his legacy, achievements, and impact on Indian industry and philanthropy.