সাদামাটা জন্মদিনে দেশবাসীর মন ছুঁলেন রতন! কিন্তু সঙ্গে কে?

সাদামাটা জন্মদিনে দেশবাসীর মন ছুঁলেন রতন! কিন্তু সঙ্গে কে?

নয়াদিল্লি:  তিনি দেশের অন্যতম শিল্পপতি৷ তাই তাঁর জন্মদিন যে জাঁকজমকপূর্ণ হবে, সেটাই তো স্বাভাবিক৷ কিন্তু তিনি আর পাঁচজনের চেয়ে অনেকটাই আলাদা৷ একজন অগ্রগণ্য শিল্পপতি হওয়ার পরেও যে এমন সাদামাটা ভাবে জন্মদিন পালন করা যায়, সেটা হয়তো তাঁকে না দেখলে কেউ বুঝতেই পারতেন না৷ তিনি আর কেউ নন৷ তিনি শিল্পপতি রতন টাটা৷ 

আরও পড়ুন- ডেল্টাকে ছাপিয়ে যাচ্ছে ওমিক্রন, তৃতীয় ঢেউয়ের আতঙ্ক বাড়ছে দেশে

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন বম্বে শহরে জন্ম তাঁর৷ মঙ্গলবার ৮৪ বছরে পা দিলেন তিনি৷ কিন্তু জানেন কী ভাবে নিজের জন্মদিন পালন করলেন এই শিল্পপতি? না কোনও হউহুল্লোড় বা জাঁকজমক নয়, হয়নি কোনও অতিথি সমাগম, বসেনি কোনও গানের জলসা৷ সাধারণ একটা কাপ কেক আর একটি মোমবাতিতে ফুঁ দিয়েই জৌলুসহীন জন্মদিন পালন করলেন তিনি৷ 

সম্প্রতি রতন টাটার জন্মদিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে৷ এই ভিডিয়োটি পোস্ট করেছেন টাটা মোটর ফিনান্স-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বৈভব ভৈর। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, লনে একটি চেয়ারে বসে রয়েছেন রতন টাটা৷ পরনে আকাশি রংয়ের শার্ট আর নীল প্যান্ট৷ সামনের টেবিলে রাখা রয়েছেন একটি ছোট কাপ কেক৷ তার উপর একটা মোমবাতি৷ আর টেবিলের পাশে বসে রয়েছেন এক তরুণ৷ এর পর এক ফুঁ-তে সেই মোমবাতি নিভিয়ে দেন রতন৷ মোমবাতি নিভতেই ওই তরুণ রতনের পাশে এসে বসেন৷ কেকের একটা টুকরো হাত দিয়ে ভেঙে খাইয়ে দেন তাঁকে৷ 

এই ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে বৈভব লিখেছেন, ‘খুবই সাধারণ! উনি দেশের গর্ব এবং সকলের অনুপ্রেরণা।’ রতন টাটার জন্মদিনের এই ভিডিয়োটি টুইট করেছেন আর এক শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। কিন্তু ভিডিয়োটিতে যে তরুণকে দেখা যাচ্ছে তিনি কে? এই প্রশ্ন অনেকের মনেই জেগেছে৷ ওই তরুণের নাম  শান্তনু নায়ডু। তিনি টাটার দফতরে ডেপুটি জেনারেল ম্যানেজার। রতনের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ মধুর৷ শান্তনুর প্রতিভা দেখে তাঁকে নিজের সংস্থায় ডেকে এনে কাজ দিয়েছিলেন রতন৷ তিন বছর আগে টাটা গ্রুপের আধিকারিক হিসাবে কাজ শুরু করেন শান্তনু৷ 
  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *