গুয়াহাটি: গরু, গোমাতা নিয়ে যতই হইচই হোক না কেন, ভারতের জাতীয় পশু এখনও বাঘ। আরও পরিষ্কার করে বললে রয়্যাল বেঙ্গল টাইগার। হলুদের ওপর খয়েরি এবং কালোর ডোরাকাটা চেহারা দেখলে সম্ভ্রম হবে না কার। তবে রয়্যাল বেঙ্গল ছাড়াও হলুদের ওপর খয়েরি এবং কালোর ফুটকি দেওয়া লেপার্ড বা চিতাবাঘের সংখ্যাও কম নেই দেশে। এই লেপার্ডেরই পুরো কালো একটি ‘অবতার’ ব্ল্যাক প্যান্থারের ছবি ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। এবার ‘গোল্ডেন টাইগার’! হ্যাঁ, অসমের কাজিরাঙা অভয়ারণ্যে রয়েছে দেশের একমাত্র সোনালি বাঘ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্র তার ছবি ভাইরাল হতে শুরু করেছে ব্যাপক হারে।
এই বাঘের গায়েও রয়্যাল বেঙ্গলের মতো ডোরাকাটা দাগ, তবে তা খয়েরি এবং লালচে। রং একবারে হলুদ নয়, স্নিগ্ধ সোনালি রঙের। একসময় চিড়িয়াখানায় দেখা পাওয়া গেলেও, এখন একমাত্র সোনালি বাঘটি আছে কাজিরাঙাতেই। ১১ জুলাই, ভারতীয় পরভীন কাসোয়ান নামক বনবিভাগের এক আধিকারিক বাঘটির ছবি পোস্ট করে লেখেন, ‘আপনারা কি জানতেন, এদেশে সোনালি বাঘও আছে? একুশ শতকের একমাত্র বাঘের ছবি এটাই।’ টুইটে তিনি জানিয়ে দিয়েছেন বাঘের ছবি তুলেছেন ময়ুরেশ হেন্দ্রে নামক এক ব্যক্তি। পরভীনের ছবি ভাইরাল হতে শুরু করে অনতি বিলম্বেই।
বন দফতর থেকে জানা গেছে, ব্যাক পান্থারের মতোই জিনগত সমস্যার কারণে সোনালি বাঘের জন্ম হয়। আপাতত একে সমস্যা বলে মনে করছেন না নেটিজেনরা। তাঁরা এই নতুন রূপের বাঘ দেখে উল্লসিত। প্রসঙ্গত উল্লেখ্য, বছর পাঁচেক ধরে ভারতে ব্যাঘ্র সংরক্ষণের অভূতপূর্ব যথেষ্ট কড়াকড়ি হয়েছে। বাঘসুমারি করতে দেশজুড়ে বসানো হয়েছে লক্ষাধিক ক্যামেরা। যা দেখে বৈজ্ঞানিক উপায়ে বাঘের সংখ্যা হিসেব করা হয়েছে। বন দফতরের সতর্ক নজরের ফলে চোরাশিকারিদের উৎপাত সত্ত্বেও ভারতে বাঘের সংখ্যা বেড়েছে যা নিঃসন্দেহে খুশির খবর। এর জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ভারতীয় বনবিভাগের। এবার এই সোনালি বাঘের আর সংখ্যা বাড়ে কি না সেতাই এখন দেখার।