শিশুকে ধর্ষণ, ফের উত্তপ্ত কাশ্মীর

কাশ্মীর : তিনবছরের এক বালিকার ধর্ষণের ঘটনা নিয়ে উত্তপ্ত কাশ্মীর। বান্দিপোরায় এই ঘটনার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় স্কুলকলেজ। ব্যাহত হয় যান চলাচল। গত ৯ মে বান্দিপোরার সম্বলে ওই বালিকা ধর্ষিতা হয়েছে বলে অভিযোগ। তাকে চকলেটের লোভ দেখিয়ে ভুলিয়ে নিয়ে গিয়ে অপহরণ ও ধর্ষণ করা হয়েছে। পরে এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়।

শিশুকে ধর্ষণ, ফের উত্তপ্ত কাশ্মীর

কাশ্মীর : তিনবছরের এক বালিকার ধর্ষণের ঘটনা নিয়ে উত্তপ্ত কাশ্মীর। বান্দিপোরায় এই ঘটনার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় স্কুলকলেজ। ব্যাহত হয় যান চলাচল। গত ৯ মে বান্দিপোরার সম্বলে ওই বালিকা ধর্ষিতা হয়েছে বলে অভিযোগ। তাকে চকলেটের লোভ দেখিয়ে ভুলিয়ে নিয়ে গিয়ে অপহরণ ও ধর্ষণ করা হয়েছে। পরে এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। এই ঘটনায় যুক্ত সন্দেহে তাহির আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামে বিক্ষোভকারীরা। বেমিনার খোমেইনি চকে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে কাঁদানে গ্যাস ও পেলেট ছুঁড়তে হয়। সোমবার গোটা কাশ্মীর উপত্যকায় বনধের ডাক দেওয়া হয়েছিল। ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা, পিডিপির মেহবুবা মুফতি, জম্মু কাশ্মীর পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোন থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক এবং সৈয়দ আলি গিলানিও অপরাধীর দ্রুত শাস্তির দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =