জন্ম নিয়ন্ত্রণে নয়া দাওয়াই রামদেবের, মোদিকে পাঠাবেন প্রস্তাব

নয়াদিল্লি: দেশে বেড়ে চলা জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া দাওয়াই দিলেন যোগগুরু রামদেব৷ এই মর্মে তিনি তাঁর প্রস্তাব কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের কাছে তুলে ধরবেন বলেও দাবি জানিয়েছেন৷ এছাড়া বিহারের মতো দেশেও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির জন্যও আবেদন করেছেন যোগগুরু৷ সোমবার সংবাদমাধ্যমে রামদেব দাবি করেন, তিনি চান, দেশে দু’য়ের বেশি সন্তান জন্ম হলে তার ভোটের অধিকারের

dd351e812a6564f55aaa0e707c409fd8

জন্ম নিয়ন্ত্রণে নয়া দাওয়াই রামদেবের, মোদিকে পাঠাবেন প্রস্তাব

নয়াদিল্লি: দেশে বেড়ে চলা জনসংখ্যা নিয়ন্ত্রণে কড়া দাওয়াই দিলেন যোগগুরু রামদেব৷ এই মর্মে তিনি তাঁর প্রস্তাব কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের কাছে তুলে ধরবেন বলেও দাবি জানিয়েছেন৷ এছাড়া বিহারের মতো দেশেও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির জন্যও আবেদন করেছেন যোগগুরু৷

সোমবার সংবাদমাধ্যমে রামদেব দাবি করেন, তিনি চান, দেশে দু’য়ের বেশি সন্তান জন্ম হলে তার ভোটের অধিকারের উপরে নিষেধাজ্ঞা জারি করুক সরকার৷ সাংবাদিক বৈঠকে রামদেব বলেন, ‘‘ভারতের জনসংখ্যা ১৫০ কোটির বেশি হওয়া উচিত নয়৷ কারণ এর থেকে বেশি জনসংখ্যা হলে সমস্যায় পড়বে দেশের মানুষ৷ আরও কমবে দেশের সম্পদ৷ তাই, এই সমস্যা সমাধানে একমাত্র সরকার যদি তৃতীয় সন্তানের ভোটাধিকার ও সরকারি সুযোগ সুবিধা তুলে নেওয়া হয়, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা যেতে পারে৷’’ একই সঙ্গে মদের উপরেও নিষেধাজ্ঞার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘ইসলামিক দেশগুলিতে মদ নিষিদ্ধ৷ সেই দেশগুলিতে যদি নিষিদ্ধ হতে পারে, ভারতে কেন মদ নিষিদ্ধ হবে না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *