হিন্দুধর্মের অবমাননা, ইয়েচুরির বিরুদ্ধে মামলা রামদেবের

নয়াদিল্লি: সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন যোগগুরু রামদেব। হরিদ্বার এসএসপিতে তিনি এই এফআইআর দায়ের করেছেন। সম্প্রতি ভোপালে এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রামায়ণ, মহাভারতের প্রসঙ্গ টেনে ইয়েচুরি বলেছিলেন, এই দুটো মহাকাব্যে হিন্দুদের হিংসাত্মক হওয়ার প্রচুর উদাহরণ রয়েছে। ইয়েচুরির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন যোগগুরু বাবা রামদেব। আর পুরো

হিন্দুধর্মের অবমাননা, ইয়েচুরির বিরুদ্ধে মামলা রামদেবের

নয়াদিল্লি: সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন যোগগুরু রামদেব। হরিদ্বার এসএসপিতে তিনি এই এফআইআর দায়ের করেছেন।

সম্প্রতি ভোপালে এক নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রামায়ণ, মহাভারতের প্রসঙ্গ টেনে ইয়েচুরি বলেছিলেন, এই দুটো মহাকাব্যে হিন্দুদের হিংসাত্মক হওয়ার প্রচুর উদাহরণ রয়েছে। ইয়েচুরির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন যোগগুরু বাবা রামদেব। আর পুরো ঘটনায় বেজায় চাপে পড়ে গিয়েছেন সিপিএম নেতারা।

সংবাদ সংস্থা এএনআইকে রামদেব বলেছেন, ‘এই মন্তব্য করে আমাদের পূর্বপুরুষদের অপমান করেছেন সীতারাম ইয়েচুরি। তাঁদের অসম্মান করা হয়েছে। এটি একটি অপরাধ। এর জন্য সীতারাম ইয়েচুরির জেল হওয়া উচিত। এই ঘটনার যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয়, সেই কারণে আমি এফআইআর দায়ের করেছি।’

সিপিএম সাধারণ সম্পাদক দলীয় মুখপত্র পিপলস ডেমোক্র্যাসিতে বেরনো নিবন্ধে বলেছেন, ‘ভোপালে স্বাধ্বী প্রজ্ঞাকে ভোটপ্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির ‘সাম্প্রদায়িক’ হিন্দু ভোটব্যাংক এককাট্টা করার প্রয়াসেরই প্রতিফলন।’ হিন্দুরা কখনই হিংসাশ্রয়ী হতে পারে না বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করে ইয়েচুরি লিখেছেন, ‘ভয়ঙ্কর সংঘর্ষ, যুদ্ধবিগ্রহের কাহিনিতে পূর্ণ ভারতের ইতিহাসকে মুছে দিচ্ছেন মোদি। এটা বিস্ময়ের, একজন আরএসএস প্রচারক বলছেন, যুদ্ধবিগ্রহ, হিংসাত্মক লড়াইয়ের অজস্র কাহিনিতে ভরা মহাকাব্য রামায়ণ, মহাভারত আমাদের ইতিহাসের একমাত্র উত্স৷’

ইয়েচুরির এই মন্তব্যের পর মাঠে নামে বিজেপি৷ বিজেপি মুখপাত্র পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘‘অনেক বিরোধী নেতা দূর্যোধন, রাবণের মতো খারাপ চরিত্রকে অনুসরণ করছেন, কিন্তু হিন্দুরা ভগবান কৃষ্ণ, রামের পুজো করেন, দূর্যোধন ও রাবণ যে অশুভের প্রতিনিধি, তার পরাজয় উদযাপন করেন। এতদিন কংগ্রেস নেতারা সংখ্যালঘু তোষণের লক্ষ্যে হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাসের মতো শব্দবন্ধ ব্যবহার করে হিন্দুধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে জুড়েছেন, এখন বাম নেতাটি কংগ্রেসের সেই ঘৃণ্য রাজনীতির রাস্তায় হাঁটছেন৷ অবিলম্বে ইয়েচুরি প্রকাশ্যে ক্ষমা চান৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *