নয়াদিল্লি: সাধুসন্তদের তামাক সেবন বন্ধ করতে বলেছেন রামদেব। কুম্ভমেলায় সাধুদের প্রতি তাঁর উপদেশ, রাম, কৃষ্ণ কখনও ধূমপান করেননি। তাদের ভক্তরা ছিলিমে টান দেবেন কেন ? ধূমপান ত্যাগ করার শপথ নিতে হবে।
সাধুরা যদি মোক্ষের সন্ধানে ঘরবাড়ি ছাড়তে পারে, তবে সামান্য ধূমপান ছাড়তে পারবেন না কেন? রামদেব বহু সাধুর কাছ থেকে ছিলিম কেড়ে নেন। তাদের দিয়ে নেশাত্যাগের শপথও করান। জানান, তিনি যে জাদুঘর তৈরি করবেন, সেখানে এইসব ছিলিম সাজিয়ে রাখবেন। যুবকদের তিনি ধূমপাম ত্যাগ করিয়েছেন, মহাত্মাদের বেলায় পারবেন না কেন?