নয়াদিল্লি: শেষ মুহূর্তে চিন বেঁকে বসায় জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তালিকায় ফেলতে পারেনি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার চিনা পণ্য বয়কটের ডাক দিয়ে ট্যুইটারে সরব হলেন নেটিজেনরা।
সকলেরই বক্তব্য, অবিলম্বে চীনা পণ্য বয়কট করা উচিত ভারতীয়দের। নেটিজেনদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন যোগগুরু রামদেবও। তাঁর ট্যুইট, ‘মাসুদ আজহারের সমর্থক চীন এবং তাদের নাগরিকদের সামাজিক, রাজনৈতিক এবং বাণিজ্যিকভাবে বয়কট করা উচিত আমাদের। চিন শুধু ব্যবসার ভাষা বোঝে। তাই অর্থনৈতিকভাবে বয়কট করলে, তা ওদের কাছে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর হবে।’