আম্বেদক অনুগামীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা রামদেবের, গ্রেপ্তারির দাবি

নয়াদিল্লি: দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের অনুগামীদের ইন্টেলেকচুয়াল টেররিস্ট বলে সম্বোধন করেছেন যোগগুরু বাবা রামদেব৷ আম্বেদকরের অনুগামীদের নামে অপমানজনক মন্তব্য করার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ডঃ আম্বেদকর মিশনের সদস্যরা৷ বাবা রামদেবের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হচ্ছেন তারা৷ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রামদেবের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিক্ষোভের নেতৃত্ব দেন ডিরেক্টর আম্বেদকর মিশনের সভাপতি অশান্ত শান্ত৷ এই

আম্বেদক অনুগামীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা রামদেবের, গ্রেপ্তারির দাবি

নয়াদিল্লি: দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের অনুগামীদের ইন্টেলেকচুয়াল টেররিস্ট বলে সম্বোধন করেছেন যোগগুরু বাবা রামদেব৷ আম্বেদকরের অনুগামীদের নামে অপমানজনক মন্তব্য করার প্রতিবাদে সোচ্চার হয়েছেন ডঃ আম্বেদকর মিশনের সদস্যরা৷ বাবা রামদেবের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হচ্ছেন তারা৷

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রামদেবের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিক্ষোভের নেতৃত্ব দেন ডিরেক্টর আম্বেদকর মিশনের সভাপতি অশান্ত শান্ত৷ এই ঘটনায় তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রামদেবের বিরুদ্ধে চিঠি লিখেছেন৷ রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রামদেবের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েন চিঠিতে৷ রামদেবের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে৷ একই সঙ্গে রামদেবের তৈরি পণ্য বয়কট করার কাজও চলছে৷

রাষ্ট্রপতিকে পাঠানো চিঠি স্মারকলিপি আকারে তুলে দেওয়া হয়েছে জেলা শাসকের হাতে৷ রামদেবের এখানে মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে৷ রামদেবের মন্তব্যের প্রতিবাদ করেছে একাধিক রাজনৈতিক দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *